দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার (Superintendent of Police) ধৃতিমান সরকার সহ মোট ৫ জন SP এবার “চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস”-র সম্মান পাচ্ছেন। আগামী ১৫ আগস্ট, দেশের ৭৭তম ‘স্বাধীনতা দিবস’- এর দিন তাঁদের সম্মানিত করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছাড়াও যে চারজন SP এই পুরস্কার পেতে চলেছেন, তাঁরা হলেন যথাক্রমে- পুরুলিয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ারের ওয়াই. রঘুভংশি, হাওড়া গ্রামীণের স্বাতী ভাঙ্গালিয়া এবং হুগলি গ্রামীনের পুলিশ সুপার আমনদীপ। অন্যদিকে, রাজ্যের তরফে “চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস” সম্মান পাচ্ছেন ত্রিপুরারী অথর্ব। এই মুহূর্তে তিনি এডিজি ও আইজি পশ্চিমাঞ্চলের পদে রয়েছেন। টানা ২৫ বছর ধরে ভালো কাজের জন্যই তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার (মাঝখানে) ধৃতিমান সরকার:

অন্যদিকে, চলতি বছরের (২০২২) মার্চ মাসে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হয়ে এসেছেন IPS ধৃতিমান সরকার। তার আগে জঙ্গলমহলের আরও তিন জেলা, যথাক্রমে- পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ছিলেন তিনি। পুরুলিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ঝাড়গ্রাম, বাঁকুড়ায় পুলিশ সুপার (এসপি) হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করার সাথে সাথেই, জনগণের স্বার্থে তাঁর নিত্য নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্ভাবনী দক্ষতা নজর কেড়েছে। পুলিশি তদন্তে তাঁর কারিগরি দিক আলাদাভাবে উল্লেখযোগ্য। এছাড়াও, জনসংযোগ বা ‘কমিউনিটি পুলিশিং’-এ বাঁকুড়ায় তাঁর হাত ধরে ‘উত্তরণ’, ‘সুরক্ষা’র সুফল পান এই জেলার মানুষজন। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন সহজে পেতে বাঁকুড়ায় ‘সন্ধান’; ডায়মন্ড হারবারের ‘প্রাপ্তি’ এবং পশ্চিম মেদিনীপুরের ‘খোঁজ’ ওয়েব পোর্টাল (Portal)-ও আলাদাভাবে নজর কেড়েছে।

thebengalpost.net
ত্রিপুরারী অথর্ব: