thebengalpost.net
জেলা পুলিশের বদলির বিজ্ঞপ্তি জারি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ৩টি পুলিশ ফাঁড়ির (পুলিশ পোস্ট/আউট পোস্ট) ইনচার্জ বদলি হচ্ছেন একলপ্তে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রদবদল হচ্ছে মোট ৬ জন সাবইন্সপেক্টরের। এর মধ্যে ২ জন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তালিকায় আছেন শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ সুদীপ কর এবং চন্দ্রকোনা থানার অধীন রামজীবনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজকুমার দাস। তাঁদের যথাক্রমে সবং থানা ও দাঁতন থানায় বদলি করা হচ্ছে।

thebengalpost.net
জেলা পুলিশের বদলির বিজ্ঞপ্তি জারি :

অন্যদিকে, পিড়াকাটা পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন সুবীর মাঝি। তিনি দাঁতন থানার সাবইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি যথাক্রমে কেশপুর থানা ও আনন্দপুর থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, রামজীবনপুর ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন ঘাটাল থানার সাবইন্সপেক্টর সুদর্শন জানা। অপরদিকে, কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন নীলেন্দু দাস। তিনি সাইবার ক্রাইম থানায় কর্মরত ছিলেন। এছাড়াও, SI তপন সিংহ মহাপাত্র-কে দাঁতন থানা থেকে ঘাটাল থানায় বদলি করা হচ্ছে। বুধবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বা নির্দেশিকা থেকে ঠিক এমনটাই জানা গেছে। জেলা পুলিশের একটি সূত্রে এও জানানো হয়েছে, এটি নেহাতই একটি বিভগীয় বা রুটিন বদলির নির্দেশিকা মাত্র!