thebengalpost.net
জেলা পুলিশ সুপারের কার্যালয় (প্রতীকী ও নিজস্ব ছবি):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি:একলপ্তে ৪ জন ওসি (Officer in Charge)’র বদলির বিজ্ঞপ্তি (Transfer Order) জারি! সবমিলিয়ে ১৫ জন এস.আই (Sub Inspector of Police) এবং ১ জন ASI (Assistant Sub Inspector of Police) এর রদবদল পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা পুলিশের তরফে (District Police)। বিজ্ঞপ্তিতে জেলার ৪ টি থানার ওসি এবং ১ টি ফাঁড়ির (Police Post/ Out Post) ইনচার্জ-কে বদলি বা রদবদল করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে একসঙ্গে জেলার এত জন পুলিশ আধিকারিকের বদলি ঘিরে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হলেও, জেলা পুলিশের তরফে অবশ্য বিষয়টিকে রুটিন বদলি হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

thebengalpost.net
জেলা পুলিশ সুপারের কার্যালয় (প্রতীকী ও নিজস্ব ছবি):

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জারি করা এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বেলদা থানার ওসি গৌতম মাইতি’কে পাঠানো হয়েছে ডেবরা থানার ওসি করে। অপরদিকে, ডেবরা থানার ওসি প্রণব পাত্র-কে পাঠানো হয়েছে খড়্গপুর লোকাল থানার ওসি করে। এদিকে, খড়্গপুর লোকাল থানায় দীর্ঘদিন ওসি হিসেবে দায়িত্ব পালনকারী মহম্মদ আসিফ সানি-কে এবার বেলদা থানার ওসি করা হয়েছে। বদলি করা হয়েছে গুড়গুড়িপাল থানার ওসি-কেও। সাব ইন্সপেক্টর শুভঙ্কর রায়ের পরিবর্তে গুড়গুড়িপাল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সাব ইন্সপেক্টর সুজয় লায়েক। তিনি খড়্গপুর টাউন থানার সেকেন্ড অফিসার (মেজবাবু) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে, শুভঙ্কর রায়ের নাম এই বদলির অর্ডারে না থাকলেও, জানা‌ গেছে তিনি পুনরায় জেলা পুলিশের এস.ও.জি (Special Operation Group) শাখাতেই ফিরে যাচ্ছেন। কারণ, তাঁকে একসময় জরুরিভিত্তিতে গুড়গুড়িপাল থানার ওসি করে পাঠানো হয়েছিল। এদিকে, মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই ফের সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ বদল করা হল জেলা পুলিশের পক্ষ। গত ২৯ অক্টোবর (২০২২) খড়্গপুর গ্রামীণ থানার অধীন এই ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সুদর্শন জানা। ওই ফাঁড়ির তৎকালীন ইনচার্জ শুকদেব মাইতি’র বিরুদ্ধে একটি পরিবারের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেই সময়ই ডেবরা থানার তৎকালীন সেকেন্ড অফিসার সুদর্শন জানা সাদাতপুর ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এবার তাঁকে বদলি করা হচ্ছে ঘাটাল থানায়। সাদাতপুর ফাঁড়ির নতুন ইনচার্জ হচ্ছেন আনন্দপুর থানার সেকেন্ড অফিসার (মেজবাবু) কৌশিক সেন।

এছাড়াও, শালবনী, দাঁতন, দাসপুর, চন্দ্রকোনা টাউন, ডেবরা, খড়্গপুর টাউন, কোতোয়ালি প্রভৃতি একাধিক থানার আরো ৯ জন SI এবং ১ জন ASI এর রদবদল করা হয়েছে। এঁরা হলেন যথাক্রমে- হেমন্ত পাত্র (কোতোয়ালি থেকে খড়্গপুর টাউন); প্রবীর দেবনাথ (সিকে টাউন থেকে দাসপুর); রাজকুমার দাস (দাসপুর থেকে সিকে টাউন); শঙ্খ চ্যাটার্জি (শালবনী থেকে খড়্গপুর টাউন); নরেন্দ্রনাথ সাধু (দাঁতন থেকে শালবনী); তারকনাথ মুখার্জি (দাসপুর থেকে দাঁতন); অমিতাভ অধিকারী (সাইবার থানা থেকে দাসপুর); সুবুদ্ধ চ্যাটার্জি (সাদাতপুর ফাঁড়ি থেকে খড়্গপুর টাউন থানা); দীপক কুমার দে (ডেবরা থেকে খড়্গপুর লোকাল)। এই ৯ জন এস.আই ছাড়া এএসআই পার্থ লায়েক-কে কলাইকুন্ডা ফাঁড়ি থেকে সবং থানায় পাঠানো হয়েছে।

thebengalpost.net
একসঙ্গে ১৫ জন এস আই এর বদলির বিজ্ঞপ্তি: