দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে দু’মাস ধরে চলবে পথ নিরাপত্তা (Safe Drive Save Life) বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি। গত ১ ডিসেম্বর শুরু হয়েছে এই কর্মসূচির। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি জনবহুল এলাকা, বাজার, মোড়ে চলছে মাইকিং। অনুষ্ঠিত হচ্ছে, ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার নানা কর্মসূচি। তার সাথেই মঙ্গলবার (৭ ডিসেম্বর) জেলা শহর মেদিনীপুরে শুরু হল- “নো হেলমেট নো পেট্রোল” (No Helmet No Petrol) অভিযানও। মঙ্গলবার সকাল থেকেই জেলা শহরের প্রতিটি পেট্রোল পাম্পে কোতোয়ালী থানার তরফে ঝুলিয়ে দেওয়া হয় জেলা পুলিশের এই সতর্কবার্তা। প্রথমদিনই এই অভিযানে অনেকখানি সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে! কারণ, মঙ্গলবার বিনা হেলমেটের অনেক গ্রাহককেই ফিরিয়ে দেওয়া হয়েছে। দুপুরের পর তাই মুখে মুখে এই বার্তা ছড়িয়ে পড়ায়, বেশিরভাগ জনই হেলমেট পরে হাজির হয়েছিলেন পেট্রল পাম্পে!
তবে, জেলা পুলিশের নানা উদ্যোগ ও প্রচেষ্টার মধ্যেই সাধারণ মানুষের উদাসীনতা ধরা পড়ছে ব্যাপকভাবে! হেলমেট হীন যাত্রা থেকে শুরু করে ট্রাফিক আইন না মেনে চলার প্রবণতা ভুরি ভুরি লক্ষ্য করা যাচ্ছে। শহরের মধ্যে তো দূরের কথা, রাজ্য সড়ক ও জাতীয় সড়কেও বিনা হেলমেটে যাত্রা করছেন উন্নাসিক সাধারণ মানুষ! এমনকি, হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া হবেনা জেনেও তর্কে জড়াচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে। কেউবা আবার গাড়িতে কিংবা হাতে হেলমেট ঝুলিয়ে পৌঁছে যাচ্ছেন; তবুও, মাথায় পড়তে মস্ত আপত্তি! তবে, চেষ্টার খামতি রাখছেনা জেলা পুলিশ। ১ ডিসেম্বর থেকেই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, যেমন- পথনাটিকা, ছৌ নাছ প্রভৃতির মধ্য দিয়ে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হচ্ছে, “আপনার জীবন, আপনার পরিবারের কাছে মূল্যবান”! মঙ্গলবারও শহরের কেরানিচটিতে জেলা পুলিশের উদ্যেগে পথ নিরাপত্তা বিষয়ক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অম্লান কুসুম ঘোষ সহ জেলা পুলিশের আধিকারিকরা।