দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একাধিক রদবদল করা হল। ১০ জন সাব ইন্সপেক্টর (SI- Sub Inspector) এবং ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI- Assistant Sub Inspector) এর বদলির নির্দেশ জারি করা হয়েছে বৃহস্পতিবার (১০ মার্চ) এবং শনিবার (১২ মার্চ) মিলিয়ে। এছাড়াও, বুধবার (৯ মার্চ) বদলি (ক্লোজ) করা হয়েছে গুড়গুড়িপাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জি-কে। তাঁকে জেলা পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর জায়গায় গুড়গুড়িপাল থানার নতুন ওসি হয়েছেন শুভঙ্কর রায়। তিনি জেলা পুলিশের SOG সেলে ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, শঙ্খ চ্যাটার্জির বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, তার তদন্ত চলছে! তাই, তাঁকে ক্লোজ করা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার রাতের বদলির অর্ডার অনুযায়ী যথাক্রমে- প্রমোদ কুমার বেরা, নীলকমল গুড়া, দিলীপ কুমার মাইতি, সুদীপ কুমার কর, দেবোতোষ মাজি, আনন্দ মণ্ডল- এই ৬ জন সাব ইন্সপেক্টরের বদলি হয়েছে। এর মধ্যে, শালবনি থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ আনন্দ মণ্ডল-কে কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় পিড়াকাটা পুলিশ পোস্ট- এর নতুন ইনচার্জ হয়েছেন সুদীপ কুমার কর। তিনি ডেবরা থানার সেকেন্ড অফিসার ছিলেন। অন্যদিকে, শনিবার (১২ মার্চ) রাতে মধুসূদন দাস, অমিত কুমার সান্যাল, বাসুদেব কর্মকার এবং সহদেব মন্ডল- এই চারজন সাব ইন্সপেক্টরের বদলি করা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার ও শনিবার মিলিয়ে তিন সাব ইন্সপেক্টর যথাক্রমে- তাপস মোহান্তি, অপূর্ব কুমার পাত্র ও শ্যামল চক্রবর্তী-রও বদলির নির্দেশ জারি করা হয়েছে।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করে বার্তা দিয়েছেন, সাইবার প্রতারকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এজন্য জেলায় অতিরিক্ত সাইবার ক্রাইম থানা খোলা হচ্ছে। এছাড়াও, হ্যাকারদের হাত থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবার বিশেষ কর্মশালা চালাবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এজন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অম্লান কুমার ঘোষ ও খড়গপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায়-কে। প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষাধিক টাকা প্রতারণা হোক কিংবা পুলিশ-নেতা-মন্ত্রী-সাধারণ মানুষের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, বারংবার সাইবার প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্তমানে সাইবার প্রতারকদের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। সেই প্রতারকদের সবক শেখাতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, এমনটাই জানিয়েছেন এসপি দিনেশ কুমার। অন্যদিকে, সাইবার শিক্ষার পাশাপাশি পুলিসদের সন্তানদের জন্য পুলিস লাইনের ভিতরে একটি লাইব্রেরি খোলা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে লাইব্রেরি। সেখানে পড়াশোনা করতে পারবে প্রায় ৫০০টি পুলিস পরিবারের সন্তানেরা।
অন্যদিকে, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার শনিবারের সাংবাদিক বৈঠকে এও জানিয়েছেন, দাসপুরে গৃহবধূ খুনের কিনারা করে, ৭২ ঘন্টার মধ্যে ৩ কুখ্যাত দুষ্কৃতী-কে গ্রেফতার করার জন্য জেলা পুলিশের পুরো টিমকে পুরস্কৃত করা হচ্ছে। ওই টিমে থাকা দাসপুর থানা, ঘাটাল মহকুমা পুলিশ তথা জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। অপরদিকে, গ্রেপ্তার হওয়া সাগর খান, মহিবুল ইসলাম এবং সেখ শামিম আহমেদ-কে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য যে, উর্মিলা দাস নামে দাসপুর থানার নবীনমনুয়া গ্রামের ওই পঞ্চাশোর্ধ (৫৮) গৃহবধূর গলা কাটা মৃতদেহ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হয়েছিল গত ৯ মার্চ সকালে। সেই খুনেরই কিনারা করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…