দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: জেলা শহর মেদিনীপুরে বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করলো কোতোয়ালী থানার পুলিশ! ডাকাতির আগেই পুলিশের হাতে ধরা পড়ল এই ৮ ডাকাত। উদ্ধার হল- পাইপগান, ভোজালি সহ নানা অস্ত্রশস্ত্র। ঘটনায় চাঞ্চল্য মেদিনীপুর শহর জুড়ে।
প্রসঙ্গত, রাত্রি ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ সফল করতে চলেছে পুলিশি টহল। ব্যস্ততম মোড়ে মোড়ে অভিযান চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে, পুলিশি অভিযান চলছিল মেদিনীপুর শহরের উপকণ্ঠে ধর্মা এলাকায়। সেই সময় ধর্মার একটি পেট্রোল পাম্পের সামনে কয়েকজনকে জড়ো হতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর, জড়ো হওয়া ৮ যুবক-কে জিজ্ঞাসাবাদ করা শুরু করলেই ‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসে’! পুলিশের সামনে, ভুল বকা শুরু করে ওই ৮ যুবক। এরপর, পুলিসের আরও সন্দেহ বাড়ে! এরপর, তাদের তল্লাশি (সার্চ) করলে, তাদের কাছ থেকে উদ্ধার হয় ভোজালি, পাইপগান, ছুরি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। এরপর, আরেকপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল এই পাম্পের সামনে। এরপরই, তাদের তুলে নিয়ে আসা হয় কোতোয়ালী থানায়। গ্রেফতার করা হয় তাদের। প্রত্যেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের শুক্রবার মেদিনীপুর আদালতে তোলা হয়।