দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: দুষ্কৃতীদের দাপটে ৫ মিনিটের জন্যও বাড়ির বাইরে যাওয়া যাচ্ছে না! সোনা-দানা, টাকা-কড়ি হাওয়া করে দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি, একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় মুখ পুড়েছে পুলিশের! তাই, এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল খড়্গপুর টাউন থানার পুলিশ। খড়্গপুর বাসী যদি দিনকয়েকের জন্য বাড়ির বাইরে কোথাও যেতে চান, তবে নিশ্চিন্তে যেতে পারেন! কিন্তু, যাওয়ার আগে জানিয়ে যেতে হবে পুলিশকে। খড়্গপুর টাউন থানায় জানানো হলে, পুলিশ ওই কদিনের জন্য তাঁর বাড়িতে লাগিয়ে দেবে সিসিটিভি (CCTV)। আর, তার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রতিমুহূর্তে নজর রাখবে ওই বাড়ির উপর। সোমবার এমনটাই জানিয়েছেন খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দোপাধ্যায়।

thebengalpost.net
আইসি বিশ্বরঞ্জন বন্দোপাধ্যায়:

প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর শহরে দুষ্কৃতীদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি, ১০ মিনিটের জন্য বাড়ির বাইরে যাওয়া এক রেলকর্মীর বাড়ি থেকে চুরি হয়েছে সোনা দানা। অন্যদিকে, অলিতে-গলিতে, রাস্তাঘাটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। যদিও, বেশ কিছু ক্ষেত্রে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে এবং উদ্ধার করেছে খোওয়া যাওয়া সোনাদানা বা জিনিসপত্র। তবে, সবক্ষেত্রে হয়তো সাফল্য আসছে না! তাই, এবার অভিনব উদ্যোগ নিল পুলিশ। বাড়ির বাইরে অন্যত্র কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে জানাতে হবে পুলিশকে। পুলিশ ওই বাড়িতে লাগাবে সিসিটিভি। আর, তারপরেও যদি চুরি হয়, তবে সিসিটিভি ফুটেজ দেখে সহজেই দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারবে পুলিশ। আপাতত পুলিশের এই উদ্যোগে খুশি খড়্গপুর বাসী।