দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২ জুলাই: শুক্রবার ১০৬ টি স্মার্টফোন উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হলো ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। ফোন হারিয়ে যাওয়ার পর গত কয়েক মাসে যারা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন, এরকম ১০৬ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকারের নেতৃত্বে শুক্রবার এই ফোন তুলে দেওয়া হয় মালিকদের হাতে।

thebengalpost.in
ঝাড়গ্রামে হারানো ফোন তুলে দেওয়া হলো :

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১১০৬ টি ফোন উদ্ধার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ২০১৯ সাল থেকে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। ২০১৯ সালে ৫৫০ টি, ২০২০ সালে ৪৫০ টি মোবাইল উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ১০৬ টি ফোন তুলে দেওয়া হল। হারানো ফোন পেয়ে যারপরনাই খুশি ফোনের মালিকরা! কেউ বললেন, “ফোন যে ফিরে পাবার ভাবতেই পারিনি!” আবার কেউ বললেন , “অনেকের মুখে শুনেছিলাম, আমাদের জেলায় ফোন হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়! তাই ভরসা রেখে ছিলাম। ৩ মাসের মাথায় হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলাম!”