দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: নির্বাচনের ঠিক আগেই বদলি করা হয়েছিল ‘নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, এমন কোনও পদে’! ফলাফল বেরোনোর পর পশ্চিম মেদিনীপুরের SP হিসেবে ফিরিয়ে আনা হল IPS ধৃতিমান সরকারকে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজ্য পুলিশের ডিজিপি (Director General of Police)-র জারি করা নির্দেশিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার (Superintendent of Police) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ২০১৪ ব্যাচের আইপিএস ধৃতিমান সরকার। অপরদিকে, পশ্চিম মেদিনীপুরের SP ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ-কে বদলি করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদে। জানা গেছে, দ্রুত ধৃতিমানকে দায়িত্ব বুঝিয়ে ব্যারাকপুর পাড়ি দেবেন কুলদীপ সুরেশ। উল্লেখ্য, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন ১১ জন IPS অফিসারের পদে রদবদল করা হয়েছে। তালিকায় আছেন পূর্ব মেদিনীপুরের SP-ও। সৌম্যদীপ ভট্টাচার্যের পরিবর্তে পূর্ব মেদিনীপুরের SP হচ্ছেন অমিত ভার্মা।

thebengalpost.net
ফিরছেন IPS ধৃতিমান সরকার:

প্রসঙ্গত উল্লেখ্য, ২৫ মে পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি লোকসভা আসনে (মেদিনীপুর ও ঘাটাল) নির্বাচন ছিল। তার ঠিক ৪ দিন আগে (২১ মে) নির্বাচন কমিশনের নির্দেশে বদলি করা হয়েছিল পুলিশ সুপার ধৃতিমান সরকারকে (২০২৩ সালের ৯ মার্চ থেকে দায়িত্বে ছিলেন)। এক্ষেত্রে রাজনৈতিক মহলের তরফে দাবি করা হয়েছিল, ২০-মে খড়গপুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর রাত্রি ১১টা নাগাদ সাহাচকের (খড়গপুর গ্রামীণ) একটি হোটেলে পুলিশি অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে প্রায় ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার ‘পুরস্কার’ হিসেবেই SP ধৃতিমানকে ‘নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, এমন কোনও পদে’ বদলি করা হয়! বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ‘সরব’ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২১ মে বিকেল নাগাদ ধৃতিমান সরকারকে সরানোর বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। দায়িত্বে আনা হয় ড. সোনাওয়ানে কুলদীপ সুরেশ-কে। যদিও, বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, নামেই সরানো হয়েছিল ধৃতিমান-কে, ‘মেঘনাদ’-র মতো আড়ালে থেকে তিনিই আসলে শাসকদলের পক্ষে নির্বাচন পরিচালনা করে গেছেন! কোথাও এক মুহূর্তের জন্যও নাকি দেখা যায়নি ড. সুরেশকে। আর, সেজন্যই নাকি জেলার দু’টি লোকসভা আসনেই (মেদিনীপুর ও ঘাটাল) তৃণমূলের ‘আশাতীত’ সাফল্য! সামনেই মেদিনীপুর বিধানসভা আসনে (জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায়) উপনির্বাচন। তার আগে IPS ধৃতিমান সরকারের ‘পুনরাগমনে’ যে শাসক-শিবির রীতিমত উচ্ছ্বসিত, আপ্লুত; তা বলার আর অপেক্ষা রাখেনা!

thebengalpost.net
ড. কুলদীপ সুরেশ (ফাইল ছবি):