Police Administration

মন্ত্রী মানসের হুঁশিয়ারির পর ছুটছেন আধিকারিকরা! গড়বেতায় “বালির পাহাড়” ভাঙতে তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: সম্প্রতি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত একটি সাংবাদিক বৈঠকে দুই বিধায়ক জুন মালিয়া ও দীনেন রায়’কে পাশে বসিয়ে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া চরম হুঁশিয়ারি দিয়েছিলেন, “পশ্চিম মেদিনীপুর জেলায় অবৈধভাবে বালি ও মোরাম উত্তোলন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ অবিলম্বে তা বন্ধ করতে হবে। আমিও পুলিশ-প্রশাসনের কাছে আবেদন রাখছি, মেদিনীপুর’কে কলঙ্কমুক্ত করতে হবে। সমস্ত দুর্নীতি, অশান্তি বন্ধ করতে হবে।” আর, এই হুঁশিয়ারির ২ দিনের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ একযোগে খড়্গপুর, মেদিনীপুর ও গড়বেতায় অবৈধ বালি খাদানে অভিযান চালালো। সকালে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ থেকে ২ জনকে গ্রেফতার করা ছাড়াও, মেদিনীপুর ও খড়্গপুরের কংসাবতী নদীর চর থেকে ১৬ টি ট্রাক ও একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। দুপুরের পর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গড়বেতায় শিলাবতী নদীর চরে অবৈধ “বালির পাহাড়” এ অভিযান চালানো হলো। স্থানীয়দের মতে, সেই বালির পাহাড় দেখলে চোখ কপালে উঠবে!

বালির গোডাউন ;

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আমকোপায় অবৈধভাবে মজুদ করা বালির গোডাউনে অভিযান চালানো হলো জেলা পুলিশের নেতৃত্বে। শিলাবতীর কোল খালি করে ফাঁকা জমিতে মজুদ করা পাহাড় সমান বালির স্তূপ। এমন দৃশ্য গড়বেতা- ১ নং ব্লক জুড়ে শিলাবতী নদীর দুই পাড় সংলগ্ন শতাধিক স্থানে প্রত্যক্ষ করা যাবে বলে স্থানীয়দের অভিমত। জঙ্গলঘেষা স্থান, পতিত জমি, সহ শ্মশান দখল করে এমন বালির পাহাড় মজুদ করার দৃশ্য গত কয়েক বছর ধরে চলছে বলে অভিযোগ। কিন্তু, ভিতরে ভিতরে বালি মজুদের গোডাউনও আপনি পাবেন এই গড়বেতাতে। লোহার বীম ও ফ্রেম এর উপর স্টিলের সীট ছাউনি দিয়ে বড় বড় শিল্প ফ্যাক্টরির মতো ঘর! দূর থেকে দেখলে মনে হবে এই এলাকায় শিল্পের জোয়ার এসেছে! ধান, আলু রাখার মতো বড়ো বড়ো গোডাউন যেমন তৈরী হয়, তার চেয়েও বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এমন শেড দেওয়া বালির গোডাউনে পাহাড় সমান বালির স্তূপ। চারি দিক খোলা, তার মধ্য দিয়ে ড্রাম্পার বা ১২-১৬ চাকার লরি লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে। এতোই চাপ যে ক্রেন, জেসিবি মেসিন দিয়ে বালি লোড করা হচ্ছে। তারপর, ত্রিপল চাপিয়ে ঢাকা দিয়ে সড়ক রাস্তায়। পাশেই ৬০ নম্বর জাতীয় সড়ক ধরেই উভয় দিকে চলে যাচ্ছে বালি গাড়ি। এমন দৃশ্য শিলাবতীর পাড় থেকে তিন কিমি দক্ষিনে আমকোপা মৌজাতে।

বালি মজুদ :

গড়বেতার বোষ্টমমোড়, ফুলমনিপুর, ধাদিকা, উত্তরবিল, বগড়ী এমন একের পর এক মৌজায় গ্রামীণ সড়ক রাস্তার ধারে মজুদ বালি পাহাড় হয়ে দাঁড়িয়ে। নদী গর্ভ থেকে বালি তুলে ট্রাক্টর, ডাম্পার দিয়ে এমন স্থানগুলিতে মজুদ চলে রাত দিন। এমন কারণেই ৬০ নম্বর জাতীয় সড়কের ধাদিকাতে শিলাবতীর উপর ব্রীজটির একদিকের পিলার বীম বসে গিয়ে ফাটল সহ ভেঙে পড়ে বলে মারাত্মক অভিযোগ এলাকাবাসীর। বছর আড়াই সেই সেতু অচল থাকার পর গত বছর পুনরায় চালু করা হয়। তাছাড়া, শিলাবতীর নদীর বুকে ধস সহ নদীর পাড় ভেঙে গতিপথ পরিবর্তনের বিষয়টিতো আছেই। এমনই নানা অভিযোগের বিষয় প্রশাসনের কান অবধি যে পৌঁছয়নি, তা শতাব্দীর সেরা মূর্খও বিশ্বাস করবেনা বলে অভিযোগ জানালেন গড়বেতা এলাকার এক ডাকাবুকো বিরোধী দলের নেতা। তবে, কোন এক অজানা কারণে বড়োসড়ো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। অবশেষে, মন্ত্রীর সবুজ সংকেত পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন যৌথ ভাবে। দুপুরেই জেলা পুলিশ সুপার দীনেশ কুমার অবৈধ কারবারিদের হুঁশিয়ারি দিয়েছিলেন, “ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বালি উত্তোলন ও বালি মজুত রাখা বরদাস্ত করা হবে না।”

যেন বালির পাহাড় :

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

16 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

5 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago