দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: পুজোর মুখেই বড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের! পুজোর ঠিক ৩ সপ্তাহ আগেই বিপুল পরিমাণ অবৈধ বাজি সহ একটি গাড়িকে আটক করল বেলদা থানার পুলিশ কর্মীরা। রবিবার রাতে খাকুড়দা বাজারে এই গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি করে দেখা যায়, গাড়িতে আছে বস্তা বস্তা বৈআইনি বাজি। গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় বেলদা থানায়। বাজেয়াপ্ত করা হয়েছে ওই বিপুল পরিমাণ বাজি। তবে, চালক ও খালাসি সুযোগ বুঝে পালিয়ে যায়। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

thebengalpost.net
আটক হওয়া বাজি :

সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যার পরে গুড়তলা এলাকার দিক থেকে একটি বিপুল পরিমাণ বাজি বোঝাই পিকআপ ভ্যান কাঁথির দিকে যাচ্ছিল। সেই সময় কয়েকজন এলাকাবাসীর সন্দেহ হওয়ায়, গাড়িটিকে আটক করে। যদিও, গাড়িটিকে আটক করার সময় সুযোগ বুঝে চালক পালিয়ে যায়। তারপর এলাকাবাসীরা খবর দেয় বেলদা থানার পুলিশকে। বেলদা থানার পুলিশ এসে গাড়িটিকে আটক করে নিয়ে যায়। এই গাড়িটি কোথা থেকে এত পরিমাণ অবৈধ বাজি নিয়ে আসছিল বা বাজি ছাড়া আরও কোনো বড় ধরনের বিস্ফোরক ছিল কিনা, তা খতিয়ে দেখছে বেলদা থানার পুলিস।