দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: বেশ জমে উঠছিল খেলা। পড়ছিল হাজার হাজার টাকার দান। বোর্ডে প্রায় লক্ষাধিক টাকা! হঠাৎ যমদূতের মতো আবির্ভাব পুলিশের। টাকা-পয়সা ছেড়ে দিয়ে যে যেদিকে পারলো দৌড়াল! কারুর জুতো ছিঁড়লো, কারুর জামা, কেউ আবার জুতো ফেলেই দৌড়। ছুটতে গিয়ে পড়ে গড়াগড়িও খেলো কয়েকজন। তার মধ্যেই ৮ জনকে পাকড়াও করলো পুলিশ! বোর্ড থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হল। রবিবার ভর সন্ধ্যায় এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন চাঁদাবিলার জঙ্গলে। মাঝজঙ্গলে অবৈধভাবে চলছিল জুয়ার ঠেক। গোপন সূত্রে খবর পেয়ে সেখানেই হানা দেয় শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট।

thebengalpost.net
পিড়াকাটা পুলিশ পোস্ট:

প্রসঙ্গত উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্তেই অবৈধভাবে জুয়ার ঠেক চলার অভিযোগ আসে বারবার। তবে, জেলা পুলিশ সম্প্রতি এই সমস্ত অবৈধ কাণ্ড কারখানা বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারপরই অভিযান শুরু হয়েছে চোলাই মদ থেকে শুরু করে জুয়ার ঠেকে। এদিন তাই হঠাৎ করেই মাঝ জঙ্গলে হানা দেয় পুলিশ। কয়েকজন মূল পান্ডা সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। আটক করা হয়েছে ১৫-টি বাইক এবং ৭-টি চারচাকা‌। গ্রেফতার হওয়া ৮ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পিড়াকাটা পুলিশ পোস্ট সূত্রে জানা গেছে। আগামীকাল অর্থাৎ সোমবার তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

thebengalpost.net
বিজ্ঞাপন: