তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ:গাড়ির ভিতরে পড়ে সরকারি আধিকারিকের স্টিকার। সেই গাড়িকে পিছু ধাওয়া করে কয়েকজন মোটরসাইকেল আরোহী। দ্রুত গতিতে গ্রামের মধ্যে সেই গাড়ি ঢুকে পড়ে এবং চিৎকার শুনে গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়েও আটকে দেয় গাড়িটি। গাড়ি থেকে পালিয়ে পাশের গ্রামে আত্মগোপন করে চালক সহ অপরজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চালককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বুধবার দুপুরে এমনই রহস্যজনক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বৈকুন্ঠপুর গ্রামে।

thebengalpost.net
সেই গাড়ি :

অন ডিউটি স্টিকার লাগানো গাড়ির সামনে, পিছু ধাওয়া করে ছুটছে বেশ কয়েকজন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো বুধবার দুপুরে। গ্রামবাসীরা চালকের চিৎকার শুনে রাস্তা আটকে ঘিরে ফেলে সেই গাড়ি। এরপর, গাড়ি রেখে পালিয়ে যায় চালক সহ অপরজন। ঘটনায় চাঞ্চল্য চন্দ্রকোনার বৈকুন্ঠপুর গ্রামে। জানা যায়, বুধবার দুপুরে WB02AA4956 নম্বরের একটা চারচাকা প্রাইভেট গাড়িকে আটক করে চন্দ্রকোনার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি,ওই গাড়িটি পলাশচাবড়ি থেকে দ্রুত গতিতে বৈকুন্ঠপুরের গ্রামের রাস্তায় ঢুকছিল। আর তার পেছনে ধাওয়া করে আসা একটি বাইকে থাকা আরোহীরা চিৎকার করে বলছিল, ওই গাড়ির চালক মার্ডার করে পালিয়ে এসেছে। এমতাবস্থায় গ্রামের মহিলা সহ আরও অনেকে কোনওক্রমে গাড়িটিকে আটকায়। গাড়ির চালক সহ অপরজন পালিয়ে যায় এবং গা ঢাকা দেয়। পুলিশে খবর দেওয়া হয়। জানা যায়, আটক গাড়ির ভিতরে মিলেছে সরকারি আধিকারিকের স্টিকার বোর্ড। যাতে লেখা On Duty, Govt.Of West Bengal, DM, Pool, Jhargram- সহ আরও একাধিক সরকারি আধিকারিকের স্টিকার।

thebengalpost.net
সেখ ইসান :

এই ঘটনায় গাড়ির চালক সেখ ইসান জানিয়েছেন, তাঁর শ্যালক এবং তাঁর স্ত্রী’র মধ্যে সম্পর্কের ঝামেলা মেটানোর জন্য চন্দ্রকোনায় শ্যালকের শ্বশুর বাড়িতে এসেছিলেন। কিন্তু, সেখানে শ্যালক বুঝতে পারে, তাঁকে মেয়ের বাপের বাড়ির লোক মারধর করতে পারে। তাই, তাঁরা এইভাবে চালিয়ে যাচ্ছিলেন। পিছু ধাওয়া করে শ্যালকের শ্বশুরবাড়ির লোকজনেরা। তারাই পেছন থেকে মিথ্যে বলছিলেন যে, “মার্ডার করে পালিয়ে যাচ্ছে!” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।