দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: মোবাইল চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া- এই মুহূর্তে আধুনিক যুগের নাগরিকদের কাছে সত্যিই এক বড়সড় সমস্যা। কারণ, মোবাইল বা ইন্টারনেট ছাড়া এ যুগ অচল। আর, হঠাৎ যদি তা হাতছাড়া হয়, তবে যে কি ভোগান্তি হয়; তা শুধু যিনি মোবাইল হারিয়েছেন, তিনিই জানেন! সমস্ত তথ্য নিয়ে থানায় যাওয়া, অভিযোগ পত্র লেখা- এসব করে এর বাড়ি ফিরতে ফিরতে একটা বেলা বা বেশ কয়েক ঘন্টা কেটে যায়। এইসব ঝক্কি ঝামেলার হাত থেকে এবার পশ্চিম মেদিনীপুর বাসীকে মুক্তি দিতে চলেছে জেলা পুলিশ (Paschim Medinipur District Police)। মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে, এখন থেকে বাড়িতে বসেই জেলা পুলিশের ওয়েব পোর্টালে (Web Portal) সরাসরি অভিযোগ জানানো যাবে। ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘খোঁজ’ (Khoj)।
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল দ্রুত খুঁজে বের করতেই জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ বলে মঙ্গলবার জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘খোঁজ’ ওয়েব পোর্টালের উদ্বোধনের পর জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “জেলা পুলিশের নিজস্ব এই ওয়েব পোর্টালে অভিযোগ জানালে, দ্রুততার সঙ্গে মোবাইলটি খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।” এই ধরনের ওয়েব পোর্টাল এই প্রথম বলেও জানিয়েছেন তিনি। এর ফলে আর সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ জানানোর প্রয়োজন নেই। ‘খোঁজ’ ওয়েব পোর্টালে অভিযোগ জানানোর পরই একটা ট্র্যাকিং আইডি (Tracking ID) দেওয়া হবে অভিযোগকারীকে। সেই আইডি দিয়ে পরবর্তী সময়েও তদন্তের স্ট্যাটাস চেক করা যাবে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গতকাল অর্থাৎ মঙ্গলবার জেলা পুলিশের তরফে উদ্ধার হওয়া ৪০-টি মোবাইল বা স্মার্টফোন তুলে দেওয়া হল ফোনের মালিকদের হাতে। মেদিনীপুর পুলিশ লাইনের সেফ হাউসে ওই ফোনের মালিকদের হাতে সরাসরি তাঁদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলগুলি তুলে দেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশের আধিকারিক বৃন্দ।