দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার (Superintendent of Police) হচ্ছেন ধৃতিমান সরকার। তিনি ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ছিলেন। অপরদিকে, প্রায় চার বছর পর বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার। তাঁকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে বদলি করা হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে।

thebengalpost.net
আইপিএস ধৃতিমান সরকার:

এদিনের বিজ্ঞপ্তিতে এই দুই IPS সহ মোট ২৭ জন IPS এর বদলির অর্ডার হয়েছে। তার মধ্যে অন্যতম পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার পুলিশ সুপারের বদলি! দার্জিলিং, জঙ্গিপুর থানার পুলিশ সুপারদেরও বদলি করা হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া রেঞ্জের ডিআইজি’ও পরিবর্তন করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের ডিআইজি হয়েছেন মুকেশ। পুরুলিয়া (পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা) রেঞ্জের ডিআইজি হয়েছেন মিরাজ খলিদ। অন্যদিকে, মাত্র কয়েক মাস আগেই বাঁকুড়া জেলার এস.পি পদ থেকে ডায়মন্ড হারবারে বদলি করা হয়েছিল ধৃতিমান সরকারকে। এবার, পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তাঁকেই দীনেশ কুমারের বদলি হিসেবে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার করা হচ্ছে। অপরদিকে, প্রায় চার বছর পর বদলি হলেন দীনেশ কুমার। ২০১৯ সালের ২৯ মে থেকে তিনি এই জেলার দায়িত্বে ছিলেন। অলোক রাজোরিয়ার বদলি হিসেবে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হয়েছিলেন। এবার তাঁকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে বদলি করা হল। এদিকে, পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই বদলি-কে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন! যদিও, পুলিশ সূত্রে জানা গেছে এটি নিছকই রুটিন বদলি। বরং, একই জেলায় প্রায় চার বছর ধরে পুলিশ সুপারের দায়িত্ব ‘সাফল্যের সাথে’ পালন করে যাওয়ার ঘটনা কার্যত ‘নজিরবিহীন’ ছিল বলে স্বীকার করেছেন পুলিশ মহলের একাংশ!