দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: একদিকে যখন কেরোসিন তেল থেকে সরকারি ভর্তুকি তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। চাহিদা মতো পাওয়া যাচ্ছে না সরকারি নীল কেরোসিন। ঠিক সেই সময়ই পাচার হয়ে যাচ্ছে গ্যালন গ্যালন কেরোসিন। পশ্চিম মেদিনীপুর থেকে আটক করা হল, প্রায় কয়েক হাজার গ্যালন (দশ হাজার লিটারের বেশি) নীল কেরোসিন তেল। দাঁতন থানার পুলিশ ও জেলা দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে, ভিন রাজ্য উড়িষ্যায় পাচার হওয়ার আগে এই বিপুল পরিমাণ নীল কেরোসিন তেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বিপুল পরিমাণ নীল কেরোসিন মজুদ ও পাচার করার অভিযোগে এই দুই ব্যক্তিকে দাঁতন থানার সারতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। দাঁতন থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে, মঙ্গলবার আদালতে তুলেছিল। তদন্তের প্রয়োজনে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এও জানা গেছে, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কেরোসিন তেল, যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।

thebengalpost.net
বাজেয়াপ্ত হওয়া কেরোসিন তেল :

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে দাঁতন থানার সারতা গ্রামের ভবশংকর শ্যামল নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন গোডাউনে হানা দেয় জেলা দুর্নীতি দমন শাখা ও দাঁতন থানার পুলিশ। আর, সেই গোডাউনের সামনে পিকআপ ভ্যানে করে লোড করা হচ্ছিল কেরোসিন তেল ভর্তি প্রচুর ব্যারেল। এরপরেই যৌথ অভিযানে ওই গোডাউন থেকে উদ্ধার হয় ৪৫ ব্যারেল নীল কেরোসিন এবং পিকআপ ভ্যানে লোড হওয়া আরও ৮ ব্যারেল কেরোসিন। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ৫৩ ব্যারেল অর্থাৎ প্রায় ১০ হাজার ৬০০ লিটার নীল কেরোসিন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকারও বেশি। বিপুল পরিমাণ এই তেল বাজেয়াপ্ত করে জেলা দুর্নীতি দমন শাখা। একই সঙ্গে লক্ষ্মণ শ্যামল ও মহেশ্বর গন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দাঁতন থানার পুলিশ। আটক করা হয় পিকআপ ভ্যানটি। জানা গেছে অভিযুক্তদের বাড়ি উড়িষ্যার বালেশ্বরে। দুর্নীতি দমন শাখার সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমান নীল কেরোসিন তেল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মজুদ করা হত ভবশঙ্কর শ্যামলের গোডাউনে। সেখান থেকে তা ভিন রাজ্যে (উড়িষ্যায়) পাচার করা হতো।

thebengalpost.net
দাঁতন থানা :