দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: পাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত হলেন সবং তথা মেদিনীপুরের ‘বিস্ময় সাইক্লিস্ট’ দেবেন্দ্রনাথ বেরা (D. N. Bera)। মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিজের ‘বিস্ময় সাইকেল’ নিয়ে বিশ্ব ভ্রমণকারী দেবেন (দেবেন্দ্রনাথ বেরা) মাত্র ১১ মাস আগে (২০২২ এর ৯ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness World Records) লড়াইতে সামিল হয়েছিলেন। ব্রেক, চেন, সিট- বিহীন সাইকেল হাতে করে চালিয়ে ৩ ঘন্টা ৩ মিনিটে (১৮৩ মিনিটে) ‘রেকর্ড’ ৩৩.৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। সকলের প্রিয় সেই বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথের খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে মাত্র ২ মাস আগে! সব লড়াইতে জিতলেও, জীবন-যুদ্ধের এই লড়াইতে হেরে গেলেন সাইক্লিস্ট ডি. এন. বেরা। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সবং সহ গোটা মেদিনীপুর!

thebengalpost.net
চলতি বছরের ৯ জানুয়ারি (২০২২)’র ছবি :

প্রসঙ্গত উল্লেখ্য, জন্মস্থান সবংয়ের নওগাঁ ২ নং গ্রাম পঞ্চায়েতের বড়সাহড়া গ্রামে হলেও, অকৃতদার (অবিবাহিত) দেবেন স্থায়ীভাবে বসবাস করতেন পার্শ্ববর্তী সারতা ৫ নং গ্রাম পঞ্চায়েতের সাতসাই গ্রামে, নিজের মামাবাড়িতে। ছোটো থেকেই সাইকেল নিয়ে নানা কারিকুরি করা বা খেলা দেখানো তাঁর শখ ছিল। পরবর্তী সময়ে, এই শখ বা নেশাকেই নিজের পেশা করে নিলেন। সাইকেল খেলা দেখিয়ে, বুকের উপর দিয়ে ট্রাক চালিয়ে, চুল দিয়ে বেঁধে ট্রাক ট্রেনে প্রভৃতি করেই রুজি রোজগার হয়। তবে, এর মাঝেই রেকর্ড গড়ার লক্ষ্যে দু’দুবার দেশ ভ্রমণ করেছেন অদ্ভুত এই সাইকেল নিয়ে। তবে, অন্যান্য নানা পুরস্কার ও সম্মান জুটলেও, অধরা থেকে গিয়েছিল’গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’। সেই লক্ষ্যেই, চলতি বছরের (২০২২) ৯ জানুয়ারি বছর ৫২’র দেবেন তাঁর অদ্ভুত সাইকেল নিয়ে ৩ ঘন্টা ৩ মিনিটে ৩৩.৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন! তৎকালীন মন্ত্রী তথা ডেবরার বিধায়ক হুমায়ূন কবীর ও পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে নিজের লক্ষ্য পূরণ করেছিলেন দেবেন্দ্রনাথ। সেই লড়াইয়ের ফলাফল জানার আগেই অর্থাৎ গিনেস বুকে নাম ওঠার আগেই পরলোকে পাড়ি দিলেন সবং-ডেবরা-পিংলা’র আট থেকে আশি, সকলের প্রিয় দেবেন দা!

thebengalpost.net
চলে গেলেন সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা: