দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৯ জুন: করোনা যুদ্ধে হেরে গেলেন ভারতবর্ষের কিংবদন্তি ক্রীড়াবিদ (অ্যাথলিট) মিলখা সিং (Milkha Singh)। শনিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি! বয়স হয়েছিল ৯১ বছর। কোভিড জয় করে বাড়ি ফিরেও শেষ পর্যন্ত কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে জীবন-যু্দ্ধে হেরে গেলেন বিশ্বখ্যাত এই অ্যাথলিট। উল্লেখ্য যে, তাঁর স্ত্রী নির্মল কৌর (ভারতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক) গত ১৩ ই জুন করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

thebengalpost.in
মিলখা সিং :

thebengalpost.in
নির্মল কৌর :

উল্লেখ্য যে, গত প্রায় এক মাস ধরে মিলখা ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। ৩০ মে করোনা মুক্ত হয়েছিলেন মিলখা সিং। কিন্তু, ৪ ঠা জুন থেকে পুনরায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দু’দিন আগেই মিলখাকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এর (PGIMER) কোভিড আইসিইউ থেকে সাধারণ আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, ফের মিলখার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আচমকাই তাঁর জ্বর আসে ও সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। কোভিড পরবর্তী উপসর্গের জন্যই জীবনের ট্র্যাক থেকে ছিটকে গিলেন মিলখা। অন্যদিকে, গত ১৩ ই জুন মিলখা-পত্নী নির্মল প্রয়াত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলখা সিংয়ের প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন! তিনি টুইট করেছেন, “মাত্র কয়েকদিন আগেই (৪ ঠা জুন) ওনার সাথে কথা হয়েছিল, তখনও ভাবিনি এটাই শেষ কথা!”

thebengalpost.in
প্রধানমন্ত্রীর টুইট :