দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২৬ জুলাই:সুদূর কলকাতা থেকে জঙ্গলমহলে বেড়াতে এসেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেই মৃত্যু বরণ করতে হল এক পর্যটককে। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার লোধাশুলির কেঁউদীশোলের জঙ্গলে। সোমবার কলকাতা থেকে আসা ৩ পর্যটকের মধ্যে একজনের মৃত্যু হল হাতির হামলায়! বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাতি দেখার জন্য কলকাতা থেকে আসা ৩ যুবক গভীর জঙ্গলে ঢুকে পড়েন। সেখানেই দাঁতালদের একেবারে মুখোমুখি হয়ে পড়েন ওই ৩ যুবক। ২ জন পালাতে সক্ষম হলেও, দানিশ আগরওয়াল নামে বছর চল্লিশের এক যুবক হাতির সামনে পড়ে যান। ঘটনাস্থলেই দলমার দাঁতালরা ওই যুবককে পা দিয়ে পিষে ফেলে! তারপর শুঁড়ে করে আছাড় দেয় বলে জানা গেছে। ওই যুবক কলকাতার রিপন স্ট্রিটের বাসিন্দা বলে জানা যায়।
ঘটনা সূত্রে জানা গেছে, ৩ বন্ধু মিলে সোমবার ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামে বেড়াতে এসেছিলেন। এরপর, বিকেল নাগাদ তিনজনে মিলে হাতি দেখতে জঙ্গলে প্রবেশ করেছিলেন। কেঁউদীসোলের জঙ্গলে ১০ টি হাতি ছিল বলে খবর ছিল। ৩ বন্ধু ওই জঙ্গলের গভীরে ঢুকে পড়েন! হঠাৎ হাতির একেবারে মুখোমুখি হয়ে পড়েন তিনজন। দু’জন কোনোমতে পালাতে সক্ষম হলেও, অপরজন’কে নাগালে পেয়ে যায় দাঁতালের দল। সেখানেই হাতির হামলায় ওই যুবকের মৃত্যু হয়। এরপর, স্থানীয়রা মৃতদেহ সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের ক্ষোভ বনদপ্তরের দিকে। বারবার হাতির হামলার প্রাণহানির ঘটনা ঘটলেও, বনদপ্তর উদাসীন বলে তাঁদের অভিযোগ। এবার, হাতির হামলায় পর্যটকের মৃত্যু ঘিরে ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে! খবর পেয়ে ঘটনাস্থলে যায়, ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। বনদপ্তরের বক্তব্য, বারবার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, গভীর জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে, তা সত্ত্বেও বিনা অনুমতিতে এই ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনিক নিয়ম মেনে ময়নাতদন্ত ও ক্ষতিপূরণের বিষয়গুলি নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।