Passed Away

Samaresh Majumdar: সূর্য ঢলে গেল! কালপুরুষের দেশে ‘কালবেলা’র স্রষ্টা সমরেশ মজুমদার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে:’দৌড়’ থেমে গেল! জীবন ‘সূর্য ঢলে গেল’ সোমবার (৮ মে) গোধূলি বেলায়। ৮১ বছর বয়সে প্রয়াত হলেন ‘কালবেলা’র স্রষ্টা, আধুনিক যুগের অন্যতম বলিষ্ঠ কথা-সাহিত্যিক সমরেশ মজুমদার। দীর্ঘ রোগভোগের পর সোমবার (৮ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী এই সাহিত্যিক। হাসপাতাল সূত্রের খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর, ফুসফুস বা শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই সিওপিডি (COPD)-র সমস্যা ছিল ‘কালপুরুষ’ এর স্রষ্টা সমরেশ মজুমদারের। ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া বাড়তে থাকে। একাধিকবার স্ট্রোক-ও হয়েছে তাঁর। গত শনিবার (৬ মে) সন্ধ্যায় ‘সাহিত্য আকাদেমি’ জয়ী সাহিত্যিক সমরেশ মজুমদারের মেয়ে দোয়েল সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার থেকে তাঁকে কেবিনে রাখা হয়েছিল; কিন্তু শনিবার বিকেলেই প্রখ্যাত সাহিত্যিককে আইসিইউ (ICU)-তে পাঠাতে হয়। চিকিৎসকেরা পরের ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবেন বলেছিলেন। তার মধ্যেই ঘটে গেল অঘটন! লড়াই থামলো অনিমেষ-মাধবীলতা’র স্রষ্টা সমরেশের। ‘কালপুরুষ’ এর দেশে পাড়ি দিলেন ‘কালবেলা’র স্রষ্টা!

সাহিত্যিক সমরেশ মজুমদার:

প্রসঙ্গত, ১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়েছিল। তাঁর লেখা কিশোর গোয়েন্দা চরিত্র ‘অর্জুন’ বাংলা সাহিত্যে জনপ্রিয়তা পেয়েছে। রুপোলি পর্দাতেও দেখা গিয়েছে অর্জুনকে। এ যুগের অন্যতম বলিষ্ঠ সাহিত্যস্রষ্টা সমরেশের ‘কালবেলা’, ‘বুনো হাঁস’ প্রভৃতি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে জনপ্রিয় বাংলা ছবি। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- কালপুরুষ, সূর্য ঢলে গেলে, গর্ভধারিণী, সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অগ্নিরথ, সিনেমাওয়ালা, কালাপাহাড়, উত্তরাধিকার, লক্ষ্মীর পাঁচালি ইত্যাদি। ‘কালবেলা’ উপন্যাসের জন্য ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ১৯৮২ সালে পেয়েছিলেন আনন্দ পুরস্কার। ‘কলকাতায় নবকুমার’-এর জন্য ২০০৯ সালে বঙ্কিম পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে। ১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম ‘উত্তরাধিকার’, ‘কালপুরুষ’, ‘কালবেলা’ সহ অসংখ্য কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের (সাম্মানিক) স্নাতক স্তরে। এর পর, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সাহিত্য আকাদেমি, আনন্দ, বঙ্কিম পুরস্কার ছাড়াও আইআইএমএস পুরস্কার জয় করেছেন সমরেশ। চিত্রনাট্য লেখক হিসাবে জয় করেছেন বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। কলকাতা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে পাঠকমন জয় করেছেন সমরেশ মজুমদার।

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago