দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে:’দৌড়’ থেমে গেল! জীবন ‘সূর্য ঢলে গেল’ সোমবার (৮ মে) গোধূলি বেলায়। ৮১ বছর বয়সে প্রয়াত হলেন ‘কালবেলা’র স্রষ্টা, আধুনিক যুগের অন্যতম বলিষ্ঠ কথা-সাহিত্যিক সমরেশ মজুমদার। দীর্ঘ রোগভোগের পর সোমবার (৮ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী এই সাহিত্যিক। হাসপাতাল সূত্রের খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর, ফুসফুস বা শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই সিওপিডি (COPD)-র সমস্যা ছিল ‘কালপুরুষ’ এর স্রষ্টা সমরেশ মজুমদারের। ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া বাড়তে থাকে। একাধিকবার স্ট্রোক-ও হয়েছে তাঁর। গত শনিবার (৬ মে) সন্ধ্যায় ‘সাহিত্য আকাদেমি’ জয়ী সাহিত্যিক সমরেশ মজুমদারের মেয়ে দোয়েল সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার থেকে তাঁকে কেবিনে রাখা হয়েছিল; কিন্তু শনিবার বিকেলেই প্রখ্যাত সাহিত্যিককে আইসিইউ (ICU)-তে পাঠাতে হয়। চিকিৎসকেরা পরের ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবেন বলেছিলেন। তার মধ্যেই ঘটে গেল অঘটন! লড়াই থামলো অনিমেষ-মাধবীলতা’র স্রষ্টা সমরেশের। ‘কালপুরুষ’ এর দেশে পাড়ি দিলেন ‘কালবেলা’র স্রষ্টা!
প্রসঙ্গত, ১৯৭৫ সালে ‘দেশ’ পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়েছিল। তাঁর লেখা কিশোর গোয়েন্দা চরিত্র ‘অর্জুন’ বাংলা সাহিত্যে জনপ্রিয়তা পেয়েছে। রুপোলি পর্দাতেও দেখা গিয়েছে অর্জুনকে। এ যুগের অন্যতম বলিষ্ঠ সাহিত্যস্রষ্টা সমরেশের ‘কালবেলা’, ‘বুনো হাঁস’ প্রভৃতি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে জনপ্রিয় বাংলা ছবি। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- কালপুরুষ, সূর্য ঢলে গেলে, গর্ভধারিণী, সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অগ্নিরথ, সিনেমাওয়ালা, কালাপাহাড়, উত্তরাধিকার, লক্ষ্মীর পাঁচালি ইত্যাদি। ‘কালবেলা’ উপন্যাসের জন্য ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ১৯৮২ সালে পেয়েছিলেন আনন্দ পুরস্কার। ‘কলকাতায় নবকুমার’-এর জন্য ২০০৯ সালে বঙ্কিম পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে। ১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম ‘উত্তরাধিকার’, ‘কালপুরুষ’, ‘কালবেলা’ সহ অসংখ্য কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের (সাম্মানিক) স্নাতক স্তরে। এর পর, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সাহিত্য আকাদেমি, আনন্দ, বঙ্কিম পুরস্কার ছাড়াও আইআইএমএস পুরস্কার জয় করেছেন সমরেশ। চিত্রনাট্য লেখক হিসাবে জয় করেছেন বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। কলকাতা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে পাঠকমন জয় করেছেন সমরেশ মজুমদার।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…