দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন:সোমবার ভর সন্ধ্যায় মারাত্মক ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামীণ হাসপাতালে। ভেঙে পড়ল কাঠের বিম সমেত ফলস সিলিং। আহত এক শিশু সহ প্রায় ছয়-সাত জন। তবে, শিশু ছাড়া বাকিদের আঘাত সামান্য বলে জানা গেছে। এই মুহূর্তে শিশুটির অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন গড়বেতা ১ নং এর বিডিও ওয়াসিম রেজা। ঘটনায় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর যথেষ্ট তৎপর হয়েছে। তবে, স্থানীয় সমাজকর্মী থেকে সাধারণ মানুষ একটাই দাবি করছেন, গড়বেতা গ্রামীণ হাসপাতালের বেহাল পরিকাঠামো অবিলম্বে ঠিক করা হোক।

thebengalpost.net
ভেঙে পড়ল ফলস সিলিং:

জানা যায়, সোমবার সন্ধ্যা নাগাদ হাসপাতালের ওই ওয়ার্ডে প্রায় পঁচিশ জনের মতো ছিলেন। হঠাৎই ভেঙে পড়ে সিলিং সমেত কাঠের একাংশ। তাতেই, আহত হয় এক শিশু। আঘাত পান আরও ৫-৬ জন। শিশুটির দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা করা হয় বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঞ্চিতা কর্মকার। বিডিও ওয়াসিম রেজা এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র-ও জানান, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। তবে, সকলেই মানছেন হতে পারত বড় বিপদ! অনেকেই বেহাল পরিকাঠামো নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুলছেন।