Paschim Medinipur

Midnapore: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন নির্বিঘ্নেই, জানিয়ে দেওয়া হল দলের মনোনীত কর্মাধ্যক্ষদের নামও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ বিরোধী-শূন্য। ৬০-টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার জেলা পরিষদের ৯-টি স্থায়ী সমিতি গঠিত হয় নির্বিঘ্নেই। দলের পাঠানো তালিকাতেই সিলমোহর দেন উপস্থিত জেলা পরিষদের সদস্যরা। প্রতিটি স্থায়ী সমিতিতে যথারীতি ৫ জন করে সদস্য জায়গা পেয়েছেন। কয়েকজন সদস্য অবশ্য একাধিক স্থায়ী সমিতিতে আছেন। এছাড়াও, এদিন দলনেতা, অধ্যক্ষ, উপাধ্যক্ষের নামও চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে, স্থায়ী সমিতি গঠনের দিনই দলের তরফে ৯ জন কর্মাধ্যক্ষের নামও জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের (রাজ্য নেতৃত্বের) তরফে। যদিও, স্থায়ী সমিতির সদস্যরা সরকারিভাবে তাঁদের বেছে নেবেন জেলাশাসকের তরফে পরবর্তী দিন ঘোষণার পরই।

বিজ্ঞাপন:

তবে, কর্মাধ্যক্ষ হিসেবে দলের পাঠানো নামেই যে শেষ পর্যন্ত সিলমোহর পড়বে; তা অবশ্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে জেলা পরিষদের সদস্যরা এক বাক্যে মেনে নিয়েছেন! ৯টি স্থায়ী সমিতির উল্লেখযোগ্য সদস্যরা হলেন- ১. পূর্ত: নির্মল ঘোষ, আশিস হুদাইত, সেখ সবেরাতি, শ্যামল আচার্য, প্রতুল দাস। দলের তরফে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে নির্মল ঘোষ-কে বেছে নেওয়া হয়েছে। তিনি বিদায়ী বোর্ডেও এই পদেই ছিলেন।
২. জনস্বাস্থ্য ও পরিবেশ: আবু কালাম বক্স, উত্তরা সিংহ হাজরা সহ ৫ জন।
কর্মাধ্যক্ষ হিসেবে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ঘনিষ্ঠ তথা সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্সের নামে সিলমোহর দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
৩. কৃষি, সেচ ও সমবায়: আশিস হুদাইত, নির্মল ঘোষ, উত্তরা সিংহ হাজরা সহ ৫ জন।
কর্মাধ্যক্ষ হতে চলেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত।

বিজ্ঞাপন:

৪. শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া: শান্তি টুডু, অঞ্জনা মাহাত, ঊষা কুন্ডু, সোমা শাসমল (জানা), সোমা দেব।
ডেবরা-র জেলা পরিষদের সদস্যা তথা শিক্ষিকা শান্তি টুডু-কে দল শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে বেছে নিয়েছে।
৫. শিশু ও নারী উন্নয়ন: কল্পনা শিট, শ্রাবন্তী মণ্ডল সহ ৫ জন।
কেশিয়াড়ির জেলা পরিষদের সদস্যা তথা মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা-ই কর্মাধ্যক্ষ হবে বলে জানিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
৬. বন ও ভূমি: তপন কুমার প্রধান, চন্দন কুমার সাহা, অসীম কুমার ওঝা, সেখ সবেরাতি, বীরেন্দ্র নাথ মাইতি।
দলের মনোনীত কর্মাধ্যক্ষ হলেন মোহনপুরের অভিজ্ঞ তৃণমূল নেতা তপন প্রধান। তিনি জেলা সভাপতি সুজয় হাজরা ঘনিষ্ঠ বলেও একটি সূত্রে জানা যায়।
৭. খাদ্য: প্রতুল দাস, শান্তনু দে, অভিজিৎ ধাড়া সহ ৫ জন।
দাঁতন (১) এর ব্লক সভাপতি প্রতুল দাসের নামেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিলমোহর দিয়েছে বলে জানা গেছে।
৮. ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ: শঙ্কর দোলই, রাধাকান্ত মাইতি সহ ৫ জন।
কর্মাধ্যক্ষ হতে চলেছেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই।
৯. মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন: জ্যোতিপ প্রসাদ মাহাত, সুদীপা সামন্ত জানা, সৌমিত্র সিংহরায় সহ ৫ জন। শালবনীর অভিজ্ঞ নেতা জ্যোতিপ প্রসাদ মাহাত এই স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দলের নির্দেশে।

শালবনীর জ্যোতিপ প্রসাদ মাহাত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের কর্মাধ্যক্ষ হতে চলেছেন:

অন্যদিকে, দলনেতা হিসেবে কেশপুরের মহম্মদ রফিক-কে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। অধ্যক্ষ হয়েছেন ডেবরা-র প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুন এবং উপাধ্যক্ষ মনোনীত হয়েছেন প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ তথা মেদিনীপুর সাংগঠনিক মহিলা তৃণমূলের সভানেত্রী মামণি মাণ্ডি। এদিন, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি জানিয়েছেন, “শান্তিপূর্ণভাবে স্থায়ী সমিতি গঠিত হয়েছে। জেলার সমস্ত ব্লকে সমানভাবে মুখ্যমন্ত্রীর সমস্ত সামাজিক প্রকল্প পৌঁছে দেওয়া এবং সার্বিক উন্নয়ন করাই লক্ষ্য।” মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ও পরামর্শ মেনেই স্থায়ী সমিতি গঠন করেছেন আমাদের দলের ৬০ জন জেলা পরিষদ সদস্য। শীর্ষ নেতৃত্বের সুপারিশক্রমেই কর্মাধ্যক্ষরাও মনোনীত হবেন নির্ধারিত দিনে।”

জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি’র উপস্থিতিতে স্থায়ী সমিতি গঠন:

News Desk

Recent Posts

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

3 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

4 days ago