দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: আর জি কর মেডিক্যালের (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার তথা খুন-ধর্ষণের ঘটনার পর কেটে গিয়েছে ২০ দিন। CBI-র হাতে তদন্তভার গিয়েছে গত ১৫ আগস্ট থেকে। অর্থাৎ, ১৪ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও ‘বিচার’ এখনও অধরা! ক্ষুব্ধ গোটা দেশ। ফুঁসছেন বঙ্গবাসী। ক্ষোভ উগরে দিয়ে এবার পথে নামলেন পশ্চিম মেদিনীপুরের ‘রেল শহর’ খড়্গপুরের একটি বৃহন্নলা গোষ্ঠী (বৃহন্নলা গোষ্ঠী, রুবি মাসী ও মৌসুমী মাসী)। ‘তিলোত্তমা’র বিচার চেয়ে বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ মিছিল করলেন তাঁরা।

thebengalpost.net
খড়গপুর শহরে প্রতিবাদ মিছিলে বৃহন্নলারা:

বৃহস্পতিবার (২৯ আগস্ট) খড়্গপুর শহরের খরিদা থেকে মালঞ্চ পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের এই মানুষজন। “নাটক ছেড়ে বিচার করো, আর জি করের মাথা ধরো” ব্যানার হাতে নিয়ে এবং ন্যায়বিচারের দাবি তুলে প্রতিবাদের ঝড় তোলেন রেল শহরের বৃহন্নলারা। যা দেখে শহরের সচেতন নাগরিকরাও বলছেন, “বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) থেকে বারাঙ্গনা (পতিতা), নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সকলেই। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। ঠিক তেমনই, বিচারের নামে (বা, তদন্তের নামে) যে কার্যত প্রহসন চলছে, সেটা আজ ওঁরাও বুঝে গিয়েছেন। সুস্থ সমাজের পক্ষে এর থেকে লজ্জার আর কি হতে পারে!”

thebengalpost.net
পথে এবার বৃহন্নলারা: