দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: স্কুল ছুটির পর নিজের বাইকে করে বাড়ি ফেরার পথেই দলছুট হাতির হামলায় প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের! শনিবার (১৭ মার্চ) সন্ধ্যা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি থানারই নাপো এলাকায়। মৃত শিক্ষকের নাম নাম বাদল চন্দ্র দত্ত। বয়স আনুমানিক ৫২-৫৩। তিনা ইতিহাস বিষয়ের শিক্ষক ছিলেন। বাড়ি কেশিয়াড়ি থানার ডি কুসুমপুর এলাকায়। এদিকে, জনপ্রিয় এই শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে শোকে পাষাণ হয়ে গেছেন এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা!
জানা গেছে, শনিবার সকাল থেকেই বেলদা রেঞ্জের কেশিয়াড়ির তেলে পুষ্করিণীর জঙ্গলে ৬০-৭০ টি হাতির একটি দল অবস্থান করছিল। সন্ধ্যা নামতেই হাতির দলটি জঙ্গল ছেড়ে কুসুমপুর এলাকায় চলে আসে। সেই সময় স্কুল থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন কেশিয়াড়ি হাইস্কুলের ইতিহাস বিভাগের শিক্ষক বাদল চন্দ্র দত্ত। বাইক নিয়ে ফেরার পথেই গ্রামীণ রাস্তায় একটি দলছুট হাতির মুখোমুখি পড়ে যান ওই শিক্ষক! তড়িঘড়ি বাইক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি! হাতিটির নাগালের মধ্যে চলে আসায়, তাঁকে শুঁড়ে জড়িয়ে আছাড় মেরে, পায়ে করে থেঁতলে দেয় ওই দলছুট হাতিটি। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই মৃত্যু হয় শিক্ষকের! ঘটনার পরেই ক্ষুব্ধ এলাকাবাসী বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ, এলাকায় একসঙ্গে ৬০-৭০ টি হাতির দল থাকা সত্ত্বেও, হাতির দলটিকে অন্যত্র তাড়ানোর ক্ষেত্রে বনদপ্তরের ভূমিকা সেভাবে লক্ষ্য করা যায়নি। অন্যদিকে, পুলিশ ও বনদপ্তরের দাবি, হাজার হাজর মানুষ যেভাবে হাতি দেখতে ভিড় জমিয়েছিলেন; তাতেই আতঙ্কিত হয়ে একটি দলছুট হাতি আক্রমণ করে বসে! সূত্রের খবর, শনিবার রাতে হাতির দলটি ফিরে গেলেও, রবিবার সকালে ফের ওই এলাকায় পৌঁছে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত শিক্ষকের বাড়িতে দুই মেয়ে ও তাঁর মা আছেন। বছর খানেক আগে তাঁর স্ত্রী-ও প্রয়াত হয়েছেন বলে জানা যায়। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার-পরিজনেরা! মৃত শিক্ষকের দেহ ময়নাতদন্তের পর রবিবার দুপুর নাগাদ বিদ্যালয়ে পৌঁছতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…