Paschim Medinipur

জানুয়ারিতেই সাড়ে ৩ কোটি টাকার বেচাকেনা হয়েছিল! পুজো উপলক্ষে মেদিনীপুর শহরে ফের তাঁত বস্ত্র মেলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: প্রতিবছরের মতো এবারও পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে “তাঁত বস্ত্র মেলা- ২০২১”। আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী এই তাঁত মেলা। এ বিষয়ে এই দপ্তরের ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি শনিবার জানিয়েছেন, “২০২১ এর জানুয়ারি মাসেই এখানে ৩ কোটি ৪২ লক্ষ টাকার বেচাকেনা হয়েছিল। যা রাজ্যের মধ্যে ছিল সেরা।”

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি :

বিজ্ঞাপন :

প্রসঙ্গত, রাজ্যের ক্ষুদ্র, বস্ত্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে পুজোর আগে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় ‘তাঁত বস্ত্র মেলা’র। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরেও যেন এক ঐতিহ্য ও পরম্পরা হয়ে গেছে, এই তাঁত মেলা। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁত শিল্পী ও ব্যবসায়ী থেকে শুরু করে জেলার বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠী’র মহিলারা এতে অংশগ্রহণ করে। পুজোর আগে ভালোই বেচাকেনা হয়। তাঁত বস্ত্র শিল্পী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখেন! তবে, কোভিড পরিস্থিতিতে ২০২০ সালে পুজোর আগে এই তাঁত মেলা অনুষ্ঠিত হয়নি মেদিনীপুরে। তার পরিবর্তে, ২০২১- এর জানুয়ারিতে এবার এই মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাতেই প্রায় সাড়ে তিন কোটি টাকার বেচাকেনা হয় বলে জানা গেছে দপ্তর সূত্রে।

বিজ্ঞাপন :

তবে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায়, সামান্য দুশ্চিন্তায় আছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। যদিও, দপ্তরের ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি জানিয়েছেন, “আশা করা যায় মেদিনীপুর শহরের উপর সেরকম প্রভাব পড়বেনা! তাছাড়া সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। শুধু দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সহ অতিথিরা এসে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।”

বিজ্ঞাপন :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

10 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

13 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

22 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago