দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: প্রতিবছরের মতো এবারও পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে “তাঁত বস্ত্র মেলা- ২০২১”। আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী এই তাঁত মেলা। এ বিষয়ে এই দপ্তরের ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি শনিবার জানিয়েছেন, “২০২১ এর জানুয়ারি মাসেই এখানে ৩ কোটি ৪২ লক্ষ টাকার বেচাকেনা হয়েছিল। যা রাজ্যের মধ্যে ছিল সেরা।”
প্রসঙ্গত, রাজ্যের ক্ষুদ্র, বস্ত্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে পুজোর আগে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় ‘তাঁত বস্ত্র মেলা’র। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরেও যেন এক ঐতিহ্য ও পরম্পরা হয়ে গেছে, এই তাঁত মেলা। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁত শিল্পী ও ব্যবসায়ী থেকে শুরু করে জেলার বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠী’র মহিলারা এতে অংশগ্রহণ করে। পুজোর আগে ভালোই বেচাকেনা হয়। তাঁত বস্ত্র শিল্পী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখেন! তবে, কোভিড পরিস্থিতিতে ২০২০ সালে পুজোর আগে এই তাঁত মেলা অনুষ্ঠিত হয়নি মেদিনীপুরে। তার পরিবর্তে, ২০২১- এর জানুয়ারিতে এবার এই মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাতেই প্রায় সাড়ে তিন কোটি টাকার বেচাকেনা হয় বলে জানা গেছে দপ্তর সূত্রে।
তবে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায়, সামান্য দুশ্চিন্তায় আছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। যদিও, দপ্তরের ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি জানিয়েছেন, “আশা করা যায় মেদিনীপুর শহরের উপর সেরকম প্রভাব পড়বেনা! তাছাড়া সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। শুধু দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সহ অতিথিরা এসে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।”