Paschim Medinipur

Paschim Medinipur: ডাক পড়ল পশ্চিম মেদিনীপুরের! ‘দিদি’র আহ্বানে বুধবারই যাচ্ছেন সুজয়, দীনেন, অজিতরা! বৈঠকে না থাকার সম্ভাবনা অভিষেকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন স্বয়ং দলনেত্রী। সেই বৈঠকে আবার না থাকার সম্ভাবনা দলের ‘সেনাপতি’ বা সেকেন্ড ইন কমান্ডের। স্বাভাবিকভাবেই, ‘একপক্ষ’ যেমন কিছুটা হতাশ; ‘অপরপক্ষ’ উচ্ছ্বসিত! পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহল জানে, একপক্ষে আছেন দলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, INTTUC সভাপতি শশাঙ্ক (গোপাল) খাটুয়া, মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, মেদিনীপুর শহর সভানেত্রী মৌ রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ থেকে শুরু করে বিভিন্ন ব্লকের সভাপতিরা। আবার অপরপক্ষে আছেন, দলের প্রাক্তন জেলা সভাপতি ও আহ্বায়ক তথা পিংলার বিধায়ক ও জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক জুন মালিয়া, বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান থেকে শুরু করে আরো বেশ কিছু বিধায়ক ও কয়েকটি ব্লকের সভাপতিরা। অন্যদিকে, মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান ও বিধায়ক (খড়্গপুর গ্রামীণ) দীনেন রায়, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত সহ অনেকেই আবার ‘ভারসাম্য’ রেখে চলেন বলে বিভিন্ন মহলের মত!

মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয় (ফাইল ও প্রতীকী ছবি):

জানা যায়, বুধবার (১০ জানুয়ারি) দুপুরে পশ্চিম মেদিনীপুরের দলীয় সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সদস্য, পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি থেকে শুরু করে সাংগঠনিক (মেদিনীপুর ও ঘাটাল) জেলা সভাপতি, সাংগঠনিক জেলার চেয়ারম্যান, সাংগঠনিক জেলার সমস্ত শাখা সংগঠনের (যুব, মহিলা ও শ্রমিক) সভাপতি এবং ব্লক ও শহরের সভাপতি সহ ব্লকের সমস্ত শাখা সংগঠনের (যুব, মহিলা ও শ্রমিক) সভাপতিদের নিয়ে কলকাতায় দলের সদর দপ্তরে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সকাল তাই রওনা দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের (ঘাটাল ও মেদিনীপুর সহ) শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। কলকাতার বিভিন্ন সূত্রে খবর, আগামীকালের বৈঠকে নাও থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানান, “দিদির আহ্বানে ও নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বিষয় নিয়ে আগামীকাল (বুধবার) কলকাতায় আলোচনা হবে। কে কে থাকবেন বা থাকবেন না, এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বৈঠক থেকে যা নির্দেশ দেওয়া হবে, তাই অক্ষরে অক্ষরে পালন করব। আগেও তাই করে এসেছি।” কিন্তু, অভিষেক ব্যানার্জি নাও থাকতে পারেন শোনা যাচ্ছে? সুজয় শোনান, “বিষয়টি একান্তভাবেই শীর্ষ নেতৃত্বের। আমরা দলের অনুগত সৈনিক মাত্র! ‘সেনাপতি’ কি করবেন, তা বলা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

8 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

11 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago