দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: মধ্যরাতে ভয়াবহ পথ-দুর্ঘটনায় মৃত্যু হল অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনের! চিকিৎসাধীন আছেন কেবল অ্যাম্বুলেন্সের চালক এবং রোগী। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পঞ্চমী সংলগ্ন বড়পোল এলাকায় কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপর। জানা যায়, ঘাটাল হাসপাতাল থেকে অপর্ণা বাগ নামে এক রোগীকে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসার পথে শুক্রবার মধ্যরাতে (বা, শনিবার রাত্রি ১২টা-সাড়ে ১২টা নাগাদ) পঞ্চমী সংলগ্ন বড়পোল এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্স! ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে আসার পথে আরও ১ জনের মৃত্যু হয় এবং ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আরও ১ জনের! চিকিৎসাধীন আছেন অ্যাম্বুলেন্সের চালক অভিষেক মল্লিক এবং রোগী (বা, রোগীনী) অপর্ণা বাগ। শনিবার সকালে অপর্ণা-কে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। মৃতরা হলেন যথাক্রমে- অপর্ণার স্বামী শ্যামাপদ বাগ (২৫), অপর্ণার মা অনিমা মল্লিক (৪২), মামা শ্যাঁমল ভুইয়া (৩৬), মামিমা চন্দনা ভুঁইয়া (৩২) এবং অ্যাম্বুলেন্স চালকের দুই সহকারী জিৎ দোলই ও শুভজিৎ মাঝি।
প্রসঙ্গত উল্লেখ্য, ঘাটাল মহকুমার অধীন ক্ষীরপাই পৌরসভার কাশিগঞ্জের বাসিন্দা শ্যামাপদ বাগ (২৫)-র সঙ্গে মাসখানেক আগে বিয়ে হয় ভগবানচকের (ন্যাড়াদেউলের) বাসিন্দা সদাগর মল্লিক ও অনিমা মল্লিকের মেয়ে অপর্ণা (১৯)’র। দিনকয়েক আগে শ্যামাপদের স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রনা ও শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তাঁকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে, অবস্থার অবনতি হলে শুক্রবার গভীর রাতে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রাত্রি ১১টা নাগাদ একটি অ্যাম্বুলেন্সে করে অপর্ণার স্বামী শ্যামাপদ সহ তাঁর বাপের বাড়ি সদস্যরা ঘাটাল থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত্রি ১২টা নাগাদ কেশপুরের পঞ্চমীর কাছে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন অ্যাম্বুলেন্সের চালক অভিষেক মল্লিক এবং অপর্ণা বাগ। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং পৌরপ্রধান সৌমেন খানের উদ্যোগে শনিবার সকাল ১০টা নাগাদ অপর্ণা বাগকে সংকটজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অ্যাম্বুলেন্সের চালক অভিষেকের দুই সহকারী (জিৎ দোলই ও শুভজিৎ মাঝি) এবং অপর্ণার স্বামী, মা, মামা, মামিমা সহ মোট ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয় ভয়াবহ এই দুর্ঘটনায়!
পুলিশ ওই ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও খালাসী পলাতক বলে জানা গেছে। যদিও, স্থানীয়দের দাবি এই দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাক চালকের বিশেষ ভুল ছিলো না! মেদিনীপুরগামী অ্যাম্বুলেন্সটিই নিয়ন্ত্রণ হারিয়ে কেশপুরগামী ট্রাকের মুখোমুখি হয়ে পড়ে। আর তাতেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাটাল মহকুমা সহ জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া!