Paschim Medinipur

“আমরা বালি ব্যবসায়ী, মাফিয়া নই”, বৈধ বালি ব্যবসায়ীদের যুক্তিতে সায় দিলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: অবৈধ বালি কারবারীদের বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও, বৈধ বালি ব্যবসায়ীদের অভিযোগ ছিলো- তাঁদেরও নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে বুধবার জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন বৈধ বালি ব্যবসায়ীরা। বৈঠকে জেলাশাসক ডঃ রশ্মি কমল ছাড়াও অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা (ভূমি ও ভূমি সংস্কার) এবং দপ্তরের আধিকারিকরা ছিলেন। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই বৈঠকে যোগদান করেন জেলার বালি ব্যাবসায়ীরা। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বৈধ বালি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম রাজেশ চক্রবর্তী।

রাজেশ চক্রবর্তী :

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে রাজেশ বাবু “মাইন এন্ড মিনারেলস আইন- ১৯” এর একের পর এক ধারা তুলে ধরেন বলে জানা গেছে। এই ব্যাখায় সন্তুষ্ট হন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। বালি তোলার ক্ষেত্রে মেশিন ব্যবহার করা যাবে কিনা, নদীর দু’পাড়ের কত ফুট পর্যন্ত খোঁড়া যাবে, বাফার জোনে কিভাবে বালি তোলার কাজ হবে তা আইনসম্মত ভাবে ব্যাখা করেন রাজেশ বাবু। তিনি জানিয়েছেন, “জেলার রাজস্ব আদায়ে অন্য ব্যবসাকে টেক্কা দিয়েছে বালি। লকডাউনে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করেছে বালি। তাই প্রশাসনকে আমরা অনুরোধ করেছি, দয়া করে সব বালি ব্যবসায়ীর ওপর মাফিয়া তকমা যেন না সেঁটে দেওয়া হয়। আমরা বৈধ বালি ব্যবসায়ী, মাফিয়া নই!” তিনি এও জানান, ইয়াস বিধ্বস্ত সুন্দরবন, দীঘা, মন্দারমনিতে হাজার হাজার বালি বস্তা তাঁরা পাঠিয়েছেন। সেখানকার গ্রাম বাসীরা তাকিয়ে থেকেছেন কখন বালির বস্তা আসবে! এদিনের বৈঠকে বালি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের উপর থেকে মাফিয়া তকমা তুলতে হবে। যাঁদের বৈধ কাগজপত্র আছে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR) তুলতে হবে। তা না হলে তাঁরা আন্দোলনে নামার পাশাপাশি বালি ব্যবসা বন্ধ করে লিজ প্রত্যাহার করে নেবেন। এই বিষয়ে জেলা প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে বৈঠকে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

21 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

23 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago