দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: সুবিশাল রিসর্ট বা লজ কাম রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১নং ব্লকের গোপালী এলাকায় ‘ডন’ নামক ওই রেস্টুরেন্টে অভিযান চালায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। ওই হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে ৪ জন মহিলাকে আটক বা উদ্ধার করা হয়েছে হোটেল থেকে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওই হোটেলের মালিক বিমল দাস (টিঙ্কু)। তিনি খড়্গপুর ১নং ব্লকের গোপালী গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রধান এবং বিজেপি-র স্থানীয় নেতা। ঘটনার পরই তিনি পলাতক বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তাঁর খোঁজে চলছে তল্লাশি। যদিও, বিমল দাসের দাবি, ওই হোটেলটি ২০২২ সালেই তিনি লিখিত চুক্তির মাধ্যমে একজনকে লিজে দিয়েছিলেন। অন্যদিকে, বিমল দাসের গ্রেফতারি এবং পঞ্চায়েতের প্রধানের পদ থেকে অপসারণের দাবি তুলেছে তৃণমূল। ইতিমধ্যে, পুলিশের তরফে ওই হোটেলটি সিল করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

thebengalpost.net
ডন রেস্টুরেন্ট:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):
thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা গেছে, Immoral Traffficking Prevention Act এর ২, ৩, ৪ ধারায় এবং BNS (ভারতীয় ন্যায় সংহিতা)-র ১৪৩ ধারায় FIR রুজু হচ্ছে বিমল দাস সহ একাধিক ব্যাক্তির নামে। উল্লেখ্য যে, বিশাল ওই রিসর্টে বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ পেয়েই অভিযান চালানো হয় এবং হাতেনাতে ধরা হয়। যদিও, মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের আগে এই ঘটনা ঘিরে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি।

thebengalpost.net
রাতে চালানো হয় অভিযান:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):
thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):