Paschim Medinipur

Medinipur: বালিচক উড়ালপুলের কাজের জন্য ৯০ দিন বন্ধ রেলগেট! BDO-র দ্বারস্থ ব্যবসায়ীরা; বিকল্প রাস্তার ভাবনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে ওভারব্রিজ বা উড়ালপুলের কাজের জন্য ৯০ দিন রেলগেট বন্ধ থাকবে বলে গত ২৮ নভেম্বর নোটিশ করা হয়েছে পূর্ত দফতরের তরফে। তারপর থেকেই রেলগেট বন্ধ রেখে কাজ করা হচ্ছে। ফলে বাইক, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোনও যানবাহনই চলাচল করতে পারছে না। মুমূর্ষু রোগীকেও কোলে করে বা চ্যাংদোলা করে রাস্তা পারাপার করতে হচ্ছে পরিজনদের! তবে, এই পরিস্থিতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালিচকের ব্যবসায়ীরা। এমনই দাবি করে এবং বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়ে সোমবার তাঁরা ডেবরার বিডিও’র কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি:

ব্যবসায়ীদের দাবি, বালিচকের অর্থনীতি মূলত ফুল, সবজি, মাছ এবং অন্যান্য পণ্য ব্যবসার ওপর নির্ভরশীল। রেলগেট বন্ধ থাকার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা যেমন সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছেন না, তেমনই পণ্য পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে। ফলস্বরূপ, ব্যবসায়ীদের আয়ের পরিমাণ কমছে এবং বহু ক্ষুদ্র ব্যবসায়ী অর্থনৈতিক সংকটে পড়েছেন। এই কাজের জন্য ৬ মাস আগে থেকেই বাস ও লরির মতো ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল। এবার বাইক এবং সাইকেল চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও জটিল হয়ে পড়েছে। বিশেষ করে জরুরি পরিষেবা, শিক্ষার্থীদের যাতায়াত এবং অফিসগামী মানুষের উপর এর মারাত্মক প্রভাব পড়েছে। সোমবার, মাতঙ্গিনী সমিতি ও বালিচক স্পোর্টস অ্যাসোসিয়েশন ডেবরা বিডিও’র কাছে ডেপুটেশন জমা দেয়। তাঁরা দাবি করেন যে, অন্তত বাইক এবং জরুরি পরিষেবা চালু রাখার ব্যবস্থা করতে হবে।

আবেদন:

তাঁদের মতে, উড়ালপুল নির্মাণ অবশ্যই স্থানীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তবে সেই কাজ চলাকালীন মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনকে নজর দিতে হবে। দ্রুত বিকল্প রাস্তা বা সীমিত যান চলাচলের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজনীয়। এরপরই বিডিও-র তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে একটি বিকল্প রাস্তা বের করার চেষ্টা করা হবে। যাতে, বাইক এবং সাইকেল অন্তত পারাপার করতে পারে! সেই সঙ্গে মুমূর্ষু রোগীদের জন্যও বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

ব্যবসায়ীদের ডেপুটেশন:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Paschim Medinipur: জেলা সম্মেলন সফল করতে C*P*I*M-র ভরসা ‘লক্ষ্মীর ভান্ডার’! খড়্গপুরে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে প্লাস্টিকের ভাঁড়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ ডিসেম্বর: বদলেছে সময়। পরিস্থিতিরও 'পরিবর্তন' হয়েছে। দলীয়-ভান্ডারের দশা কার্যত…

2 hours ago

Midnapore: প্রেসিডেন্ট পৌঁছতেই তড়িঘড়ি বিদায় নিলেন প্রধান শিক্ষক! মেদিনীপুর শহরের সুপ্রাচীন স্কুল ঘিরে নানা অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: বিকেল ৩টা নাগাদ পরিচালন সমিতির সভাপতি (প্রেসিডেন্ট)…

12 hours ago

Midnapore: মাতৃশক্তির বন্দনা করে সুজয়ের ‘শপথ’! প্রথম দিনই ছক্কা হাঁকালেন মেদিনীপুরের বিধায়ক; ‘যানজট-মুক্ত’ শহরের প্রতিশ্রুতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: উপনির্বাচনে 'বিজয়ী' বাংলার নবনির্বাচিত ৬ জন বিধায়ক…

1 day ago

IIT Kharagpur: বছরে ২ কোটি টাকার চাকরি পেলেন IIT খড়্গপুরের পড়ুয়া! ২ দিনেই প্লেসমেন্ট ৮০০ জনের, কোটি টাকার চাকরি জুটল অনেকেরই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ইতিহাসে এর আগে বছরে…

2 days ago

Kharagpur: ‘অন্তরালে’ থেকেই দিলীপের বিরুদ্ধে বো*মা ফাটালেন পঞ্চায়েত প্রধান বিমল! খড়্গপুরে ‘কলহ’ প্রকাশ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ ডিসেম্বর: "দিলীপ দা আপনি যে সদস্যতা অভিযান কর্মসূচি করছেন,…

2 days ago