thebengalpost.net
দেব ওরফে দীপক অধিকারী:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি:”আমি জানিনা, এবার কি করব! আমি নিজেই এখনো ঠিক করে উঠতে পারিনি। আমার মনে হয়, গত ১০ বছরে আমি আমার এলাকায় খুব বেশি সময় দিতে পারিনি। আমার জায়গায় হয়তো কোন ফুলটাইম এমপি (সাংসদ) থাকলে আরো বেশি সময় দিতে পারতেন। তাই, সেরকম কেউ দাঁড়ালেই হয়তো ভাল হবে।” একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাম্প্রতি ঠিক এমনটাই জানিয়েছেন ঘাটাল লোকসভার সাংসদ তথা টলিউডের বিখ্যাত অভিনেতা (প্রযোজকও) দেব ওরফে দীপক অধিকারী। ফলে চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা আসনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে এখন জল্পনা জেলা জুড়ে!

thebengalpost.net
দেব ওরফে দীপক অধিকারী:

দেব এও জানিয়েছেন, “২০১৯- এ দিদি বলার সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলাম। মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। জানিনা, যদি এবার সেরকম কিছু ঘটে; আমি কি করবো!” যদিও, এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের শীর্ষস্থরের এক নেতা জানিয়েছেন, “এটা সম্পূর্ণভাবে ওঁর ব্যক্তিগত বিষয় এবং মতামত। তবে, এই বিষয়ে অনেক আগে থেকেই জল্পনা চলছিল। দেব আর রাজনীতিতে সময় দিতে চাইছেন না! উনি নিজের প্রোডাকশন হাউস সহ সিনেমা জগতেই আরো ভালোভাবে মনোনিবেশ করতে চাইছেন বলে আগেই জানিয়েছেন। ফলে, আমাদেরও মনে হচ্ছে উনি এবার প্রার্থী নাও হতে পারেন। এই বিষয়ে এর বেশি আমাদের আর কিছু বলার নেই। আমাদের দলনেত্রী সহ শীর্ষ নেতৃত্বই ভালো বলতে পারবেন।” অন্যদিকে, রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, সম্প্রতি মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’ নামে সিনেমা বের হওয়ার পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। উল্লেখ্য যে, ২০১৪ সালের পর ২০১৯ সালেও ঘাটাল লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন ঘাটালবাসীর অত্যন্ত ‘প্রিয়’ দেব ওরফে দীপক অধিকারী। এবার, শেষমেশ তিনি যদি প্রার্থী না হন, সেক্ষেত্রে এই আসন থেকে শাসকদলের তরফে কাকে প্রার্থী করা হয়; সেদিকেই নজর থাকবে আপামর ঘাটালবাসীর!