দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: এবার পশ্চিম মেদিনীপুরে সরকারি উদ্যোগে শুরু হল মুক্তো চাষ (Pearl Farming)। জেলার দাসপুর-২ ব্লকের জয়রামচকে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে শুরু হল, মিষ্টি জলে মুক্তো চাষ। শনিবার এর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক আয়েশা রানী এ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ব্যানার্জী ও অনান্য আধিকারিকরা। উল্লেখ্য যে, মানুষের বিকল্প আয়ের উৎস সন্ধানে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে এর আগে মাছ চাষ, আন্তঃফসল চাষ ইত্যাদির পাশাপাশি মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

thebengalpost.net
উপস্থিত জেলাশাসক আয়েশা রানী এ:

যে সমস্ত পুকুরে মাছ চাষ হচ্ছে, তার মধ্যেই মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। মিষ্টি জলে মুক্তো চাষের বিষয়ে প্রাথমিকভাবে ১২ জনকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাত দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। জানা গেছে, প্রথমবার মুক্তো উৎপাদন করতে ৮ থেকে ১০ মাস সময় লাগবে। উৎপাদন শুরু হওয়ার পর থেকে মাথা পিছু মাসিক আয় দাঁড়াবে ৪৫০০ থেকে ৬০০০ টাকা। আত্মা প্রকল্পের অধীনে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে, বিকল্প আয়ের সুযোগ পেয়ে খুশি জয়রামচক মৃত্তিকা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা এবং স্থানীয় মানুষজন।