দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: আগামী ১৮ ডিসেম্বর থেকে রাজ্য স্তরের হকি প্রতিযোগিতা শুরু হচ্ছে কলকাতায়। সেই লক্ষ্যেই, পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা হকি দলের জোরদার অনুশীলন চলছে নারায়ণগড় ব্লকের টাকলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। জেলার সাব জুনিয়র (অনূর্ধ্ব ১৫) ও সিনিয়র মহিলা টিম রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত পরপর দুই বছর (২০১৯ ও ২০২০) ‘হকি বেঙ্গল’ (Hockey Bengal) আয়োজিত রাজ্য স্তরের এই হকি প্রতিযোগিতায় রানার্স হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সাব-জুনিয়র মহিলা হকি দল। ২০২০-তে সেমি ফাইনালে উঠেছিল সিনিয়র মহিলা হকি দল। আর, রাজ্য স্তরে ভালো খেলার জন্য এই জেলার ৪ জন মহিলা হকি খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন জাতীয় স্তরের প্রতিযোগিতায়।

thebengalpost.net
চলছে টুর্নামেন্ট :

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার মূলত নারায়ণগড় এলাকাতেই এই হকি খেলার প্রচলন আছে। তবে, জেলা ও মহাকুমা ক্রীড়া সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে অন্যান্য ব্লক থেকেও খেলোয়াড়রা উঠে আসে। মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জীত তোরই জানিয়ে, “জেলার মহিলা হকি দল যথেষ্ট শক্তিশালী। তবে ধীরে ধীরে পুরো জেলা জুড়েই হকিকে জনপ্রিয় করে তোলার চেষ্টা চলছে।” পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের দুরিয়ার বাসিন্দা অমিতাভ পালের তত্ত্বাবধানে নারায়ণগড়ের টাকলা উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে মহিলা হকি দলের প্রশিক্ষণ। ইতিমধ্যে, প্রথম একাদশ বেছে নেওয়ার লক্ষ্যে প্রতিদিন প্রতিযোগিতামূলক অনুশীলন বা টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। সোমবার এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। অমিতাভ পাল জানিয়েছেন, “খেলার বিভিন্ন খুঁটিনাটি বিষয় বা কৌশল বুঝিয়ে দেওয়ার জন্য প্রথম দিন উপস্থিত ছিলেন রাজ্য স্তরের প্রশিক্ষক সুরভি মিত্র।”

thebengalpost.net
নারায়ণগড়ে চলছে অনুশীলন :

প্রসঙ্গত, সাব-জুনিয়র (অনূর্ধ্ব ১৫), জুনিয়র (অনূর্ধ্ব ১৯) এবং সিনিয়র হকি দল থেকে পশ্চিম মেদিনীপুরের যে ৪ জন মহিলা হকি খেলোয়াড় জাতীয় স্তরে (ন্যাশনাল) খেলার সুযোগ পেয়েছিলেন, তাঁরা হলেন যথাক্রমে- পিউ রায়, প্রিয়াঙ্কা মহাপাত্র (সাব জুনিয়র); অরুনিমা জানা (জুনিয়র) এবং সুদেষ্ণা বেরা (সিনিয়র)। এবারও, পশ্চিম মেদিনীপুরের ভরসা পিউ, প্রিয়াঙ্কা, সুদেষ্ণা-রা। তাই, এবার আর রানার্স নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন জেলা ও মহাকুমার স্তরের ক্রীড়া ব্যক্তিত্বরা।

thebengalpost.net
উপস্থিত ছিলেন জেলা ও মহকুমাশাসকের ক্রীড়া সংগঠকরা :