দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: হাওড়ার মানকুর ঘাট থেকে রূপনারায়ণ পার হয়ে নৌকায় করে পিকনিক করতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ত্রিবেণী পার্কে। পিকনিক সেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া লিচুবাগান এলাকার ওই পরিবারের সকলে একটি নৌকোয় করে ফিরছিলেন। সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! সন্ধ্যা সাড়ে ৬-টা নাগাদ বাগনান থানার বাকসী এলাকায় মাঝ নদীতে নৌকাডুবি হয়। মাঝি সহ নৌকোয় থাকা ১৯ জনের মধ্যে ৫ জন পুরোপুরি তলিয়ে যান বলে জানা যায়। রাতেই উদ্ধারকাজে নামে NDRF। অবশেষে শুক্রবার সকাল ৯টা নাগাদ বছর ৫০’র এক মহিলার দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন NDRF আধিকারিকরা।
প্রায় ১২ ঘন্টা ধরে রূপনারায়ণ নদীতে চলছে উদ্ধারকাজ। শুক্রবার সকালে নিখোঁজ ৫ জনের মধ্যে ১ জনের দেহ উদ্ধার করতে পেরেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র সদস্যরা। এখন ৪ জন নিখোঁজ। তাঁরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে। জানা যায়, লিচুবাগান এলাকার অমর ঘোষ (৬০), তাঁর স্ত্রী সঞ্চিতা ঘোষ (৪৮), অচ্যুত সাহা (৫৯), তাঁর স্ত্রী এবং আত্মীয়রা সহ সহ ১৮ জন বৃহস্পতিবার সকালে নৌকোয় করে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে। ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! নৌকাডুবিতে তলিয়ে যান এক শিশু (ঋষভ পাল/৭), এক কিশোর (প্রীতম মান্না/১৭) সহ ৫ জন। বাকি ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। রাত থেকে শুরু হয় অভিযান। শুক্রবার সকালে ১ মহিলার মৃতদেহ উদ্ধার করেছে NDRF। এখনও চলছে অভিযান!