দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ‘ড্রাইভিং লাইসেন্স’ (Driving License) নিয়ে হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের! জেলা তথা রাজ্যের মধ্যে এই প্রথম মেদিনীপুর শহরে আয়োজিত হল ‘ড্রাইভিং লাইসেন্স মেলা’। বৃহস্পতিবার জেলা শহরের পুলিশ লাইনে এই মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। প্রথম দিনই বিশেষ এই শিবিরে হাজির হন জেলার প্রায় ৩ হাজার যুবক-যুবতী। আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ শিবির বা ড্রাইভিং লাইসেন্স মেলা। ৭ দিনে আনুমানিক ১৫ হাজার ছেলে-মেয়ে আবেদন করতে পারেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
একদিকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) কর্মসূচি, অন্যদিকে ‘বিশ্ব আদিবাসী দিবস’-কে মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। পুলিশ লাইনে আগামী সাতদিন ধরে চলবে এই লাইসেন্স মেলা। প্রথম দিনে মেদিনীপুর কোতোয়ালি থানা, গুড়গুড়িপাল থানা, খড়গপুর লোকাল থানা ও খড়গপুর টাউন থানার বাসিন্দারা এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পান। যাদের এতদিন কোন লাইসেন্স ছিল না তাদের লার্নার লাইসেন্স এনরোলমেন্টের ব্যবস্থা করা হচ্ছে এই শিবিরে। সেটাও আবার নূন্যতম সরকারি মূল্যে (বাইক ও চারচাকার ক্ষেত্রে ২৪০ টাকা এবং দু’টি একসঙ্গে করলে ৩৬০টাকা)। পুলিশের এই উদ্যোগের ফলে লাইসেন্স বিহীন চালকদের মধ্যে লাইসেন্স করার প্রবণতা বাড়বে বলেই মত পুলিশ আধিকারিকদের। ১৪ আগস্ট পর্যন্ত মেদিনীপুর পুলিশ লাইনে এই শিবির চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষও। এদিন সকাল থেকেই শিবিরে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিকেল অবধি প্রায় তিন হাজার আবেদন জমা পড়ে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তিনি এও জানিয়েছেন, “লাইসেন্স পাওয়ার সাথে সাথেই আপনাদের কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। সঠিকভাবে অর্থাৎ ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো প্রভৃতি বিষয় আপনারা মেনে চলবেন বলেই আমরা আশা রাখছি।”