Paschim Medinipur

Heritage: ‘হেরিটেজ’ তকমা পেল পশ্চিম মেদিনীপুরের পুরানো কালেক্টরেট ভবন এবং জেলাশাসকের বাংলো! শালবনীর কর্ণগড়ে ASI প্রতিনিধিদল

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর:রাজ্য সরকারের হেরিটেজ কমিশন (West Bengal Heritage Commission) এর পক্ষ থেকে ‘হেরিটেজ ভবন’ (Heritage Building) এর স্বীকৃতি দেওয়া হল, পশ্চিম মেদিনীপুর জেলার পুরানো জেলাশাসকের কার্যালয় (Old District Magistrate Building) অর্থাৎ পুরানো কালেক্টরেট ভবন (Old Collectorate Building) এবং ‘হেস্টিংস হাউস’ (Hastings House) নামে জেলাশাসকের বাংলো। শুক্রবার জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল এই খবর জানিয়েছেন সাংবাদিকদের। উল্লেখ্য যে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের জেলাশাসকরা অবিভক্ত মেদিনীপুরের এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যমন্ডিত ‘জেলাশাসকের কার্যালয়’ থেকেই কার্যভার সামলেছেন। প্রায় তিন শতবর্ষ প্রাচীন এই ভবন-টি বর্তমানে ওল্ড কালেক্টরেট ভবন হিসেবে পরিচিত। এর একদিকে গড়ে তোলা হয়েছে ‘কালেক্টরেট মিউজিয়াম’ এবং অন্যদিকে আছে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়। তবে, স্বয়ং জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকরা এখন বসেন নতুন প্রশাসনিক ভবনে (New District Administration Building)। তবে, প্রাচীন এই ভবন রাজ্য সরকারের তরফে ‘হেরিটেজ’ স্বীকৃতি পাওয়ায় খুশি জেলাশাসক ডঃ রশ্মি কমল থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকরা। খুশি আপামর মেদিনীপুরবাসীও।

পুরানো কালেক্টরেট ভবন :

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে গত ৬ ডিসেম্বর যে ১৭ টি ভবন বা মন্দির বা স্থাপত্য-কে ‘হেরিটেজ’ ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় আছে জেলাশাসকের বাংলো-টিও। ‘হেস্টিংস হাউস’ নামে খ্যাত এই বাংলাতেই থাকেন বর্তমান জেলাশাসক ডঃ রশ্মি কমল সহ কয়েকজন অতিরিক্ত জেলাশাসক। প্রসঙ্গত, ওয়ারেন হেস্টিংস (Warren Hastings) ছিলেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। তাঁর নামেই এই হেস্টিংস হাউস। পরবর্তী সময়ে, অনেক ব্রিটিশ জেলাশাসক এই বাংলোতে কাটিয়েছেন বলে জানা গেছে। তবে, মেদিনীপুরের বীর স্বাধীনতা সংগ্রামীরা পেডি, ডগলাস, বার্জ- এই তিন অত্যাচারী জেলাশাসককে হত্যাও করেছে! তবে, ইতিহাস ও ঐতিহ্যকে স্বীকৃতি দিয়ে সুপ্রাচীন এই ভবনটিকেও হেরিটেজ মর্যাদা দেওয়ায় খুশি জেলা প্রশাসন থেকে জেলাবাসী।

হেস্টিংস হাউস :

অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ঐতিহাসিক কর্ণগড় পরিদর্শন করলেন ASI (Archaeological Survey of India) এর এক প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই এই প্রতিনিধি দল রানী শিরোমণি’র স্মৃতিধন্য কর্ণগড় পরিদর্শন করেন। সম্প্রতি, জেলাশাসক ডঃ রশ্মি কমলের নেতৃত্বে সুসজ্জিত পর্যটনস্থল রূপে এই গড় উদ্বোধিত হয়েছে। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকরা। তবে, শুধু পর্যটনস্থল নয়, ঐতিহাসিক এই গড় এএসআই-এর পক্ষ থেকে সংস্কার ও সংরক্ষণ করা হোক এই দাবি জানিয়ে আসছে পশ্চিম মেদিনীপুরের একাধিক সংগঠন ও শালবনীবাসী। ঐতিহাসিক এই কর্ণগড়ে খননকার্য চালানো হোক, এই দাবিও রাখা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মোগলমারি মতোই এই এই গড়ে খননকার্য চালানো হলে, পরাধীন ভারতবর্ষের প্রথম রাজনৈতিক বন্দিনী রাণী শিরোমণি সহ রাজ পুরুষদের অনেক অজানা ইতিহাস উঠে আসবে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। এমনকি, রাণীর নেতৃত্বে দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের ইতিহাসও আলোকিত হবে বলে অভিমত ঐতিহাসিক ও গবেষকদের। হেরিটেজ জার্নি, অখিল‌ ভারতীয় ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে আপামর শালবনী ও কর্ণগড়বাসীও তাই দাবি করছেন, ইতিহাসকে নিয়েই আরো সমৃদ্ধ হোক এই পর্যটনস্থল।

কর্ণগড়ে ASI এর প্রতিনিধিদল :

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

4 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

10 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

2 days ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago