Paschim Medinipur

Job Fair: জেলা প্রশাসনের উদ্যোগে ‘জব ফেয়ার’-র মাধ্যমে কাজ পেলেন পশ্চিম মেদিনীপুরের পাঁচ শতাধিক ছেলেমেয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলেমেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন সংস্থায় কাজের উপযুক্ত করে গড়ে তোলা হয়। তারপর বিভিন্ন সংস্থার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তরা কাজ পান বা চাকরি পান। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহর মেদিনীপুরে এই প্রশিক্ষণপ্রাপ্তদের কাজ দেয়ার জন্য ‘জব ফেয়ার’ বা ‘কাজ মেলা’-র আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর শহরের উপকন্ঠে রাঙামাটিতে অবস্থিত গভর্মেন্ট আইটিআই-তে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের মধ্য থেকে এদিন প্রায় ৫৪৪ জন ছেলেমেয়েকে চাকরির অফার দিয়েছে বিভিন্ন সংস্থা। এই পাঁচ শতাধিক কর্মপ্রার্থীর হাতে অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া প্রমুখ।

অফার লেটার তুলে দিলেন জেলাশাসক:

বিজ্ঞাপন (Advertisement):

জেলাশাসক জানান, রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ‘উৎকর্ষ বাংলা’ পোর্টালে আগ্রহীদের নাম নথিভুক্ত করতে হয়। তারপর, তাদের বিভিন্ন আইটিআই (ITI)-তে প্রশিক্ষণ দেওয়া হয় বা কোর্স করানো হয়। আর, কোর্স বা প্রশিক্ষণ শেষে বিভিন্ন কোম্পানি বা সংস্থায় কাজের সুযোগ করে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত গভর্মেন্ট আইআইটি (সরকারি আইটিআই)-তে এমনই ৬৪৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে জানা যায় জেলা প্রশাসন সূত্রে। তাঁদের মধ্যেই সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪৪ জন কাজের সুযোগ পেলেন বা অফার পেলেন বিভিন্ন সংস্থায়। যেমন, খড়্গপুর গ্রামীণের এক তরুণী টেলারিংয়ের প্রশিক্ষণ নেওয়ার পর একটি বস্ত্র কারখানায় কাজ পেয়েছেন। তাঁর হাতে অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। মেদিনীপুর গভর্মেন্ট আইটিআই-র অধ্যক্ষ তাপস ঘোড়ই বলেন, “উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ রয়েছে। কোর্স শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সরাসরি কাজের সুযোগ করে দেওয়া হয়। এদিন ‘জব ফেয়ার’ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শতাধিক ছেলেমেয়ের হাতে চাকরির অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।”

বিজ্ঞাপন:

Advertisement (বিজ্ঞাপন):
News Desk

Recent Posts

Midnapore: কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ‘দার্জিলিং’ খুঁজছেন শহরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার…

10 hours ago

Midnapore: “শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে বিদায় নিতে চলেছে”; মন্ত্রী-পত্নীর ‘ভাইরাল’ পোস্ট ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…

17 hours ago

Medinipur: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে পুকুরে জাল ফেলতেই উঠে এল তরতাজা যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…

1 day ago

Medinipur: ‘পুষ্পা’ নিয়ে বাড়াবাড়ি অথচ দেবের ‘খাদান’-এ অরুচি! খড়্গপুরের হলে প্রতিবাদ ভক্তদের; ফাটল বাজি, বাজল ঢোল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর 'রেল শহর' খড়্গপুরের বোম্বে…

1 day ago

Biodiversity Park: প্রজাপতি উদ্যান, অভয় পুকুর থেকে রক ক্লাইম্বিং; শহর মেদিনীপুরের খুব কাছেই ‘বায়োডাইভার্সিটি পার্ক’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলেও নজরকাড়া জীববৈচিত্র্য উদ্যান বা বায়োডাইভার্সিটি পার্ক (Biodiversity…

2 days ago

IIT Kharagpur: QS আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সারা দেশের মধ্যে ‘দ্বিতীয়’ স্থান অধিকার করল IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে…

2 days ago