Paschim Medinipur

Midnapore: কোনো স্কুলে ৮ জন, কোনো স্কুলে ৬ জন শিক্ষকের চাকরি বাতিল! “গ্রামের স্কুলগুলো শেষ হয়ে গেল”, আর্তনাদ মেদিনীপুরের প্রধান শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সুপ্রিম রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১০০০ শিক্ষক এবং ৫০০ শিক্ষাকর্মী এই তালিকায় আছেন বলে জেলা শিক্ষা দপ্তরের একটি সূত্রে খবর। সেই সূত্রে এও জানা গেছে, সিংহভাগ শিক্ষক-শিক্ষাকর্মীই গ্রামের স্কুলের। মেদিনীপুর কিংবা খড়্গপুর শহরের গুটিকয়েক স্কুলে খুব সামান্য কয়েকজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। জেলার অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষকরাও তাই জানাচ্ছেন। জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মনিটরিং কমিটির দুই আহ্বায়ক যথাক্রমে সুভাষ হাজরা এবং রামজীবন মাণ্ডিও এই সময় অনলাইন-কে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, “শহরের স্কুলে মূলত অভিজ্ঞ শিক্ষকরা বদলি হয়ে আসেন। তাই, সেই সমস্ত স্কুলে এসএসসি থেকে সরাসরি শিক্ষক নিয়োগের সম্ভাবনা কম। সেজন্যই এই প্যানেলের বাতিল শিক্ষক-শিক্ষাকর্মীদের ৯০ শতাংশই গ্রামীণ কিংবা শহরতলী এলাকার স্কুলগুলির।”

সুপ্রিম রায়ে চাকরি বাতিল:

বিজ্ঞাপন (Advertisement):

সন্ধ্যা অবধি শিক্ষা দপ্তর সূত্রে যে তথ্য পাওয়া গেছে, জেলার ঘাটাল ও খড়্গপুর মহকুমাতেই সর্বাধিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। খড়্গপুর মহকুমার দাঁতন-১ নং ব্লকের নিমপুর বরঙ্গী হাইস্কুল (উঃমা)-র ৭ জন শিক্ষক ও ১ জন শিক্ষাকর্মীর (গ্রুপ-সি) চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে ৪ জন নবম-দশম শ্রেণীর এবং ৩ জন একাদশ-দ্বাদশ শ্রেণীর বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ প্রধান। তাঁর দুশ্চিন্তা, “আমাদের স্কুলে আমাকে নিয়ে মোট শিক্ষক-শিক্ষিকা ১৫ জন। ৭ জনের চাকরি বাতিল হয়ে গেল। শুক্রবার থেকে স্কুল চলবে কিভাবে, প্রায় ৭০০ ছাত্রছাত্রীর প্রথম সামেটিভ মূল্যায়নের খাতা দেখা হবে কি করে? কিছুই বুঝতে পারছিনা!” নারায়ণগড় ব্লকের শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয় (উঃমা)-র ৮ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ৬ জন নবম-দশম শ্রেণীর এবং ২ জন একাদশ-দ্বাদশের। প্রধান শিক্ষক দীপঙ্কর তেওয়ারি বলেন, “স্কুল চালানোটাই দুরূহ কাজ হয়ে গেল। ১৭ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৮ জনের চাকরি বাতিলের নির্দেশ হয়েছে। আমাদের স্কুলের বায়ো সায়েন্স বিভাগ শুক্রবার থেকে শিক্ষক শূন্য হয়ে গেল। বাংলা ও পিউর সায়েন্সে মাত্র ১ জন করে শিক্ষক থাকলেন। স্কুল চলবে কি করে!” তাঁর আর্তনাদ, “গ্রামের স্কুলগুলো সব শেষ হয়ে গেল! দয়া করে সবাই মিলে গ্রামের স্কুলগুলোকে বাঁচান।” খড়্গপুর মহকুমার দাঁতন ১ ও ২, সবং, ডেবরা প্রভৃতি ব্লকের বিভিন্ন স্কুলেই ৩-৪ জন করে শিক্ষকের চাকরি বাতিল হয়েছে বলে জানা গেছে শিক্ষা দপ্তর সূত্রে।

ঘাটাল মহকুমার ইরপালা কে.এম ইনস্টিটিউশন, বরুণা সৎসঙ্গ হাইস্কুল, গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুল, চন্দ্রকোনা জিরাট হাই স্কুল, পলাশচাবড়ি হাই স্কুলের গড়ে ৪-৫ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে বলে জানা যায়। ফলে এই সমস্ত স্কুলের বিভিন্ন বিভাগ (বা, বিষয়) হয় শিক্ষক শূন্য কিংবা একমাত্র শিক্ষক-নির্ভর হয়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত কর্তারা। মেদিনীপুর সদর মহকুমার শালবনী ব্লকের মধুপুর বীণাপাণী হাই স্কুলের ৪ জন শিক্ষক ও ২ জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের ৩ জন শিক্ষক ও ২ জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয় ৪ জন শিক্ষক ও ১ জন শিক্ষাকর্মী এবং চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তথা মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, “পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রথম সামেটিভ মূল্যায়ন শুরু হয়েছে। কিভাবে পরীক্ষাগুলি হবে, কিভাবেই বা খাতা দেখা হবে; তা নিয়েই আমরা দুশ্চিন্তায় আছি।” তবে, মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক রামজীবন মাণ্ডি বলেন, “উচ্চ মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া চলছে। কিছুজন ইতিমধ্যেই খাতা দেখা শেষ করে জমা দিয়েছেন। কিছু জনের বাকি আছে। রাজ্য সরকারের নির্দেশ আসার আগে আশা করছি তাঁরাও খাতা দেখা সম্পূর্ণ করে জমা দেবেন।”

শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষকের চাকরি বাতিল:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: “আবার বিপ্লব হবে!” মেদিনীপুরের মাটি ছুঁয়ে শপথ চাকরিহারা শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…

9 mins ago

Supreme Court: হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ এপ্রিল: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ…

2 days ago

Midnapore: মেদিনীপুরে ‘রক্তপাতহীন’ শিকার উৎসবই চ্যালেঞ্জ! বিশাল বাইক র‌্যালি থেকে দেওয়া হল বার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: জঙ্গলমহল এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আদিবাসীদের শিকার…

2 days ago

Medinipur: বার্ষিক পুজো ও মহামেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ঢল মাদপুরের মনসা মন্দিরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: দেবীর কোনও বিগ্রহ বা মূর্তি নেই। মাঠের…

3 days ago

Midnapore: ‘এই সময় দীপ্তি’-র অডিশন হয়ে গেল মেদিনীপুর শহরেও

পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: বহু প্রতীক্ষিত "এই সময় দীপ্তি ২০২৫" আবার ফিরে এসেছে। এবারের আয়োজন…

4 days ago

Midnapore: “তাড়াতাড়ি সুস্থ হয়ে মেয়ের কাছে ফিরুক নাসরিন!” আল্লাহর কাছে দোয়া করলেন সেলিম, ইনসানরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: আগের তুলনায় অনেকটাই ভালো আছেন নাসরিন খাতুন।…

4 days ago