শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: জয়েন্ট বিডিও-র নাম করে দিনে দুপুরে প্রতারণার চেষ্টা! একাধিক যুবক-যুবতীদের ফোন করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়। জানা যায়, ডেবরার জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাসের নাম করে এলাকার একাধিক যুবক-যুবতীদের কাছে ফোন যায় ৷ দাবি করা হয়, BLO (Booth Level Officer)-র কাজ দেওয়া হবে৷ তবে, সেজন্য ইউপিআই আইডি (UPI ID)-র মাধ্যমে ৩ হাজার টাকা পাঠাতে হবে। এভাবে জয়েন্ট বিডিও-র নামে ফোন পেয়ে ইতিমধ্যেই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন কয়েকজন যুবক-যুবতী।
এই ঘটনার কথা শুনে হতবাক হয়ে যান খোদ জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস৷ এরপরই তিনি ডেবরা থানার দ্বারস্থ হন। সেই সঙ্গে প্রতারিতদের টাকা উদ্ধার করার উদ্যোগ নেন। একজনের টাকা উদ্ধারও করা হয়। জয়েন্ট বিডিও অডিও বার্তায় সাফ জানিয়েছেন, “এর আগে খড়্গপুর ২নং ব্লকের জয়েন্ট বিডিও-র নাম করে এই কাজ করা হচ্ছিল; এবার আমার নাম করে বিভিন্ন যুবক-যুবতীদের ফোন করে কাজ দেওয়ার কথা বলা হয়। কাজের জন্য ইউপিআই আইডি-র মাধ্যমে টাকা পাঠানোর কথাও বলা হয়। বিষয়টি আমি জানার সাথে সাথেই প্রতারিত এক যুবতীর টাকা ফেরতের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমি ডেবরা থানা এবং জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি। কারণ, আমি বা বিডিও সাহেব কেউই তাঁদের ফোন করিনি৷ এই টাকার বিনিময়ে এই ধরনের কোনও কাজের খবরও নেই। ফোনটা সম্পূর্ণ ভুয়ো৷” পাশাপাশি, তিনি অনুরোধ করেন যেকোন অচেনা নম্বর থেকে ফোন এলে তা যাচাই করে নেওয়ার জন্য। ফোনে কোনও তথ্য শেয়ার না করারও আবেদন জানিয়েছেন তিনি৷ এভাবে খোদ জয়েন্ট বিডিও-র নামে এলাকার যুবক-যুবতীদের কাছে ফোন আসায় চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা জুড়ে।