দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: পুজোর পারমিশন বা অনুমতির জন্য আর ছোটোছুটির প্রয়োজন নেই। আবেদন করা যাবে ঘরে বসেই। ‘পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন’ (Paschim Medinipur Pujo Permission) পোর্টালের মাধ্যমে অনলাইনেই করা যাবে পুজোর আবেদন। জেলা প্রশাসনের সহযোগিতায় এবার অভিনব এই উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ (Paschim Medinipur District Police)। পুজোর প্রায় এক মাস আগেই, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পোর্টালের উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমাশাসক বৃন্দ।

thebengalpost.net
জেলাশাসক ও জেলা পুলিশ সুপার:

জেলাশাসক বলেন, “এই পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে পুজো উদ্যোক্তারা খুব সহজেই পুজোর অনুমতি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক প্রশংসনীয় উদ্যোগ। আমি এজন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাব।” অপরদিকে, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “বিভিন্ন ঝামেলা বা জটিলতা কমানোর জন্যই আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে করা হয়েছে। এতে সময়ও কম লাগবে। খুব সহজেই এবং নির্ঝঞ্ঝাটভাবে আবেদন করতে পারবেন উদ্যোক্তারা। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগেই আমরা এটা করতে পেরেছি। এই অনলাইন ব্যবস্থা সফল করার ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসকদের অবদান অনস্বীকার্য।” কিভাবে এই অনলাইনে পোর্টালে পুজো উদ্যোক্তারা আবেদন জানাবেন, এদিনের অনুষ্ঠান থেকে তাও বুঝিয়ে দেওয়া হয় উপস্থিত পুজো উদ্যোক্তা এবং পুলিশ-প্রশাসনের আধিকারিকদের।

thebengalpost.net
উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারাও: