Paschim Medinipur

Paschim Medinipur: ভগ্নপ্রায় দশা, পশ্চিম মেদিনীপুরের ২১০টি প্রাথমিক বিদ্যালয় দ্রুত সংস্কারে উদ্যোগী সরকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: ভগ্নপ্রায় দশা। ছাদ চুঁইয়ে পড়ছে জল! যে কোনও মুহূর্তে চাঙড় ভেঙে পড়তে পারে পড়ুয়াদের মাথায়। বাধ্য হয়েই তাই স্থানীয় একটি মন্দিরের আটচালাতে (বা, চাতালে) চলছে স্কুল। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অধীন কেশপুর-১নং চক্রের পালংপুর প্রাথমিক বিদ্যালয়ের এমনই জরাজীর্ণ দশা। ৭৫ বছরের সুপ্রাচীন সরকারি (বা, সরকার অনুমোদিত) স্কুল। অথচ, বিদ্যালয়ের সংস্কার হয়নি কয়েক যুগ। বিভিন্ন জায়গায় দরবার করেও কাজ হয়নি বলে দাবি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। তবে, শুধু কেশপুরের পালংপুর নয়; জেলা কিংবা গোটা রাজ্যে এমন বহু ‘পালংপুর প্রাথমিক বিদ্যালয়’-ই আছে; যেগুলির অবস্থা বেহাল বা শোচনীয়! অবশেষে সেই সমস্ত ‘বিপজ্জনক’ স্কুল বাড়িগুলির হাল ফেরাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সম্প্রতি, এই বিষয়ে রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। প্রতি ব্লকের ১০টি করে স্কুলের আশু সংস্কার করা হবে। সেই তালিকা তৈরী করে দ্রুত শিক্ষা দপ্তরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেল প্রশাসনকে।

পালংপুর প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নদশা:

ভেঙে পড়ছে চাঙড়:

পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও এই তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “আমাদের জেলায় ২১টি ব্লক আছে। ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের দ্রুত সংস্কার করা হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে সেই তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সেই তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে। কেশপুর ব্লকের পালংপুর প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারও হবে।” তিনি এও জানান, প্রথম পর্যায়ে ভগ্নপ্রায় ২১০টি স্কুল বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নির্দেশ এলে ক্রম অনুসারে অন্যান্য স্কুলগুলিও বেছে নেওয়া হবে।

ক্লাস চলছে মন্দিরে:

News Desk

Recent Posts

Midnapore: “নাটক ছেড়ে বিচার কর, নেংটি ছেড়ে ধেড়ে ধর!” মশাল হাতে শহর মেদিনীপুরের রাজপথ কাঁপাল জাতীয় কংগ্রেস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: ৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর। বিচার পায়নি…

5 hours ago

Midnapore: “আচ্ছা, তুমি একা ঘুমাও?” ছাত্রীদের ‘আপত্তিকর’ বার্তা পাঠানো মেদিনীপুর কলেজের অস্থায়ী কর্মীকে ঘিরে ‘বিতর্ক’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: "হাই" দিয়ে শুরু। তারপর, "আচ্ছা, আমার সঙ্গে…

8 hours ago

Medinipur: পড়ুয়াদের মিড-ডে মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

1 day ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

1 day ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

2 days ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

3 days ago