দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: সাইবার প্রতারণার স্বীকার খোদ মহকুমাশাসক (SDO)! ফেসবুকে প্রায় ১২টি ভুয়ো অ্যাকাউন্ট তাঁর নামে। সম্প্রতি, হোয়াটসঅ্যাপেও তাঁর নাম দিয়ে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। আর সেই সমস্ত ভুয়ো অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে বিভিন্ন ভুল বার্তা। সবমিলিয়ে, চরম বিড়ম্বনার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস! সম্প্রতি তাই বাধ্য হয়েই তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার বিভাগের দ্বারস্থ হয়েছেন।
উল্লেখ্য যে, ফেসবুকে ১২টির মতো ভুয়ো অ্যাকাউন্ট ছাড়াও হোয়াটসঅ্যাপেও তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট বা প্রোফাইল খোলা হয়েছে। এ নিয়ে দু’দিন আগেই ফেসবুকে লিখেছেন ঘাটালের মহকুমাশাসক। তাঁর নাম এবং ছবি-সহ একটি ‘ভুয়ো’ অ্যাকাউন্টের লিঙ্কও প্রকাশ্যে এনে সেটিকে ‘রিপোর্ট’ করার আহ্বান জানিয়েছেন সুমন বিশ্বাস। পাশাপাশি পোস্টে একটি ফোন নম্বরও উল্লেখ করেছেন তিনি। জানান, ওই ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা হয়েছে। সেটিও ভুয়ো। সেই অ্যাকাউন্টটির একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন মহকুমাশাসক (সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট)। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, চ্যাটবক্সে লেখা, ‘‘আমি এই মাত্র সন্তোষকুমারের সঙ্গে কথা বলেছি। আপনি সব আইটেম চূড়ান্ত করে তাদের ঠিকানায় স্থানান্তর করুন এবং ৫৩ হাজার টাকা পেমেন্ট করুন।” শুক্রবার এই বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, “আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ছবি রয়েছে, তা ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে। হোয়াটসঅ্যাপেও তাই। এমনকি ট্রু কলারেও তাই। শুধু আমার নয়, একাধিক আধিকারিকদের সঙ্গে এটা হচ্ছে। তাই সাধারণ মানুষকে বলার যদি এরকম কোনও আধিকারিকের কাছ থেকে ফ্রেন্ড রিক্যুয়েস্ট আসে, তাহলে তা গ্রহণ করবেন না। কারণ, সেটি নকল হওয়ার সম্ভাবনাই বেশি।”