Paschim Medinipur

Midnapore: সুস্থ থাকার বার্তা! পশ্চিম মেদিনীপুরে সম্পন্ন হল “ডিস্ট্রিক্ট লেভেল ফিটনেস ক্লাব স্পোর্টস মিট”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: ২০১৯ সালের ২৯ অগাস্ট নিউ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে “ফিট ইন্ডিয়া মুভমেন্ট” শুরু করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিশনের প্রধান উদ্দেশ্য হল দেশের মানুষদের সুস্থ এবং সবল থাকার জন্য তাঁদের দৈনন্দিন জীবনে “ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ” এবং “স্পোর্টস”-এর মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করা। আর এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই নেহেরু যুব কেন্দ্র এবং দশগ্রাম সম্মিলিত সংঘের যৌথ উদ্যোগে মহাসমারোহে সম্পন্ন হল “ডিস্ট্রিক্ট লেভেল ফিটনেস ক্লাব স্পোর্টস মিট”।

সবংয়ের অনুষ্ঠানে ওসি সহ অন্যান্যরা:

বিজ্ঞাপন (Advertisement):

দু’দিন ব্যাপী এই আয়োজন সম্পন্ন হয় দশগ্রামের কাচারী বাগানে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়েরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এখানে। পুরুষদের ফুটবল থেকে শুরু করে লং জাম্প, সাইক্লিং এবং মহিলাদের জন্য ভলিবল, ব্যাডমিন্টন, ২০০ মিটার রেস ও হকির মতো খেলাগুলি সম্পন্ন হয়। এদিকে, রাজ্য এবং জাতীয় স্তরের মহিলা হকি খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছিলেন হকি টুর্নামেন্টে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই “ডিস্ট্রিক্ট লেভেল ফিটনেস ক্লাব স্পোর্টস মিট”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবং থানার ওসি চঞ্চল সিংহ। এছাড়াও, সবং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ উত্তম দাস অধিকারী সহ সবং পঞ্চায়েত সমিতির সদস্যা বৈশাখী বর্মন, দশগ্রাম ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঊষারানী বর্মন বাগ, দশগ্রাম ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুম্পা মন্ডল ঘোড়াই এবং সমাজসেবী অতনু সিংহ উপস্থিত ছিলেন। এদিকে, এই সামগ্রিক আয়োজনে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠুভাবে বিষয়টি সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের নেহেরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার সাথী রায় এবং দশগ্রাম সম্মিলিত সংঘের সম্পাদক সুখেন্দু পন্ডা।

সুস্থ থাকার বার্তা:

News Desk

Recent Posts

Midnapore: খড়্গপুর স্টেশনে বসিয়ে দিয়ে পালিয়ে যায় ‘নিষ্ঠুর’ বাবা-মা; চিকিৎসক দম্পতির হাত ধরে মেদিনীপুরের হোম থেকে ইতালি পাড়ি পরিত্যক্ত কন্যার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: নারী দিবসের তিন দিন পরই নতুন বাবা-মা'র…

8 hours ago

Midnapore: আবৃত্তি-পড়াশোনা সবেতেই ‘চ্যাম্পিয়ন’, হুইল চেয়ারেই এগোচ্ছে বিরল রোগাক্রান্ত রূপসা! শিক্ষিকা হওয়ার স্বপ্ন ভুলেও ‘জয়ী’ সান্ত্বনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: রূপসার বয়স তখন মাত্র দু'বছর। মিষ্টি মেয়েটির…

4 days ago

Kharagpur: খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পালকে ক্লোস করা হল রাজ্য পুলিশের তরফে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৮ মার্চ: একদিকে যখন বামেদের ছাত্র ধর্মঘটে SFI-DSO'র মহিলা কর্মীদের…

4 days ago

Kharagpur: রেল-পৌরসভার সমন্বয়ের অভাবে মুখ্যমন্ত্রীর পাঠানো এক্স-রে মেশিনে ধুলো জমছে এক বছর ধরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: মেদিনীপুর পৌরসভার তৎপরতায় চলতি সপ্তাহেই শরৎপল্লী পৌর…

4 days ago

Midnapore: জলবায়ু-সঙ্কট মানব স্বাস্থ্যের পক্ষে হুঁশিয়ারি স্বরূপ! জাতীয় স্তরের বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য মেদিনীপুরের শ্রীজিতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: নবম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় (9th National…

5 days ago

Midnapore: পুরী থেকে ফিরছিল টুরিস্ট বাস, হঠাৎই জাতীয় সড়কে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা! ভোররাতে হুলুস্থূল কাণ্ড পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: পুরী থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সুবিশাল…

7 days ago