Paschim Medinipur

অ্যাম্বুল্যান্সের অভাবে যখন কাতরাচ্ছে মানুষ, পশ্চিম মেদিনীপুরে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে ‘জীবনসাথী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: অতিমারী আবহে অ্যাম্বুল্যান্সের অভাবে যখন করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে, সঠিক সময়ে না পৌঁছানোয় যন্ত্রণায় কাতরাচ্ছেন মানুষ, ১০ কিলোমিটারের ভাড়া যখন ৫০০০-১০০০০ টাকা গুনতে হচ্ছে, সেই সময়ই পশ্চিম মেদিনীপুরে দেখা গেল সম্পূর্ণ অন্য এক দৃশ্য! সাংসদ কোটায় পাওয়া “জীবনসাথী” অ্যাম্বুল্যান্স এই দুঃসময়ের মধ্যেও পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ঘটনাটি, নারায়ণগড় ব্লকের বেলদা থানার ব্যাঙদা গ্রামের। স্থানীয়দের অভিযোগ, গত ২ বছরের বেশি সময় ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে রাজ্যসভার সাংসদের আর্থিক আনুকূল্যে পাওয়া অ্যাম্বুল্যান্স। শাসকদল ঘনিষ্ঠ যে ক্লাবকে এই অ্যাম্বুল্যান্স দেওয়া হয়েছিল, তাদের অবশ্য দাবি- সারাই ও রক্ষণাবেক্ষণ (Repairing and Maintenance) এর খরচ কুলোতে না পারায়, গত বছর থেকে চালানো হয়নি এই অ্যাম্বুল্যান্স।

পড়ে পড়ে নষ্ট হচ্ছে ‘জীবনসাথী’ অ্যাম্বুল্যান্স :

প্রসঙ্গত, ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ পুরসভাগুলির জন্য নির্ধারিত প্রকল্পে “জীবন সাথী” নামে এই অ্যাম্বুল্যান্সটি দেওয়া হয়েছিল তৃণমূল সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে। বেলদা থানার ব্যাঙদা গ্রামের “নিবেদিতা সংঘ” নামে ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছিল এই অ্যাম্বুল্যান্স। ক্লাবের সম্পাদক তথা স্থানীয় তৃণমূল নেতা উৎপল মহাপাত্র জানান, “কিছুদিনের জন্য এই অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে এটা ঠিক। আমাদের যিনি ড্রাইভার (চালক) ছিলেন, তিনি বেশকিছু সমস্যা করলেন। অ্যাম্বুল্যান্স থেকে আয় সেভাবে হয়নি। তবে, খারাপ হয়ে যাওয়ার পর পুনরায় অর্থ খরচ করে এবং ড্রাইভার রেখে চালানোর মতো অর্থ জোগাড় করতে পারিনি।” তিনি দায় চাপিয়েছেন চালকের উপর! যদিও বিরোধীদের দাবি, “অতিমারীর এই গুরুত্বপূর্ণ সময়ে একটা অ্যাম্বুলেন্স পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে! আসলে, সেই সময় চিটফান্ডের টাকায় শাসক ঘনিষ্ঠ বহু ক্লাবকে এরকম অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে তা নষ্ট হচ্ছে। এর দায় , শাসকদল ও তাদের ঘনিষ্ঠ ক্লাব ও সংস্থা গুলিকেই নিতে হবে।” ক্লাবের এক সদস্য বললেন, “বিরোধীরা কে কি বলছে জানিনা! গতবারের কোভিড পরিস্থিতিতেও চলেছিল। এবারও, লকডাউন উঠলে অ্যাম্বুল্যান্সটি সারানোর ব্যবস্থা করা হবে।”

পশ্চিম মেদিনীপুরে অ্যাম্বুল্যান্স পড়ে পড়ে নষ্ট হচ্ছে :

অপরদিকে বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী জানান, “এই মুহূর্তে রাজনীতির দিকেই বেশি মন শাসকদলের। দিদি প্রধানমন্ত্রী হবেন সেই দিকে তাঁর ভাইয়েদের মন। তাই, সাধারণ মানুষের অসুবিধার কথা কে ভাববে! কোভিড পরিস্থিতিতে এই অ্যাম্বুলেন্স চালু করা হোক, এই দাবি আমরা বহুদিন ধরেই করে আসছি, ক্লাব কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি।” এই বিষয়ে নারায়ণগড়ের বিডিও রেনুকা খান জানিয়েছেন, “খোঁজ নিয়ে দেখেছি অ্যাম্বুল্যান্সটি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমরা ওই ক্লাব কর্তৃপক্ষকে ডেকে পাঠাবো। ওনারা যদি সারাই করে চালাতে না পারেন, ব্লক প্রশাসনের হাতে তুলে দিতে পারেন। আমরা এটিকে কাজে লাগাতে পারি। এইভাবে সরকারি অনুদানের টাকায় অ্যাম্বুলেন্স পড়ে পড়ে নষ্ট হবে এটা মেনে নেওয়া যায় না।” অন্যদিকে, করোনা অতিমারীর এই ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের সাথে সাথে বাংলার প্রতিটি এলাকা যখন চরম সংকটে, শ্বাসকষ্টের কারণে প্রাণ হারাচ্ছেন একাধিক করোনা আক্রান্ত, সেই সময় আস্ত একটা অ্যাম্বুল্যান্স পড়ে পড়ে নষ্ট হতে দেখে কপাল চাপড়াচ্ছেন এলাকাবাসী!

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago