দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: প্রতি বছরই নাকি চড়ক বা গাজন উৎসবকে কেন্দ্র করে একই গ্রামের দুই পাড়ার মধ্যে অশান্তি লেগে থাকে! এবার সেই অশান্তিরই বলি হলেন একজন। তিনি আবার এই চড়ক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা ক্লাবের সম্পাদক! বছর ৬০’র মৃত ওই ব্যক্তির নাম ষষ্ঠী দুলে। রবিবার গভীর রাতে (বা, সোমবার ভোর রাতে) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার দুলে পাড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে গড়বেতা থানার পুলিশ বেশ কয়েকজনকে (৬ জনকে) গ্রেফতার করেছে বলে জানা গেছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মৃতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত্রি সাড়ে এগারোটা-বারোটা নাগাদ গড়বেতা সংলগ্ন দুলে পাড়া গ্রামের দুই গোষ্ঠীর (বা, দুটি পাড়ার) মধ্যে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে অশান্তি বাধে। গভীর রাতেই ইঁট বৃষ্টি শুরু হয় পরস্পরের মধ্যে! গন্ডগোলের মাঝখানে পড়ে মৃত্যু হয় স্থানীয় ক্লাবের সম্পাদক ষষ্ঠী দুলের। তিনি PWD দপ্তরের কর্মী বলে জানা যায়। সোমবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে দাঁড়িয়ে তাঁর ছেলে (বুম্বা দুলে) অভিযোগ করেন, “প্রতি বছরই হাই স্কুল পাড়ার ছেলেরা চড়কে অশান্তি বাধায়। এবার তাদের নৃশংস আক্রমণে আমার বাবার মৃত্যু হল। ৬০-৭০ জন মিলে আক্রমণ করে। ইঁটের আঘাতে বাবার মৃত্যু হয়!” তাঁর আরও অভিযোগ, “প্রতি বছরই হাই স্কুল পাড়ার ছেলেরা আমাদের অনুষ্ঠান (চড়ক) নষ্ট করার চেষ্টা করে। ২ বছর আগে ৭ জনের মাথা ফাটিয়ে দিয়েছিল। এবার আমার বাবা প্রাণ হারালেন!” জানা যায়, অভিযুক্ত পাড়ার বা গোষ্ঠীর ছেলেদের ডিজে বক্স বাজাতে নিষেধ করার পরই অশান্তি শুরু হয়। আর মারামারির মধ্যে পড়ে, মাথায় ইঁটের (বা, পাথরের) আঘাতে মৃত্যু হয় দুলে পাড়ার ওই ক্লাবের সম্পাদক ষষ্ঠী দুলের! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।