দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: শুধুই কাশের দোলা নয়, শহর মেদিনীপুরে পুজোর আগমনী মানে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত তাঁত মেলাও! মঙ্গলবার বিকেলে ৪১-তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন হল সাড়ম্বরে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা পরিষদের সদস্যরা। এবার বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, চব্বিশ পরগনা, হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৯৭টি স্টল এসেছে। মেলা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত জেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মেলা উদ্বোধন করে রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, “আর কলকাতা যাওয়ার প্রয়োজন নেই; সারা বাংলার শ্রেষ্ঠ তাঁতের কাপড়গুলো মেদিনীপুরেই পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা তে বাংলার তাঁত এখন বিদেশেও প্রশংসিত। বাংলার মসলিন ঢাকার মুসলিনকেও টেক্কা দিচ্ছে।” তিনি স্মরণ করিয়ে দেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাম্রলিপ্ত স্পিনিং মিলর উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। সেই মিলের সুতো দিয়েই স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক তৈরি হচ্ছে। তাঁর প্রচেষ্টাতেই বিষ্ণুপুরের বালুচরি, সবংয়ের মাদুর, পিংলার পট জি.আই ট্যাগ পেয়েছে।” তিনি আশা প্রকাশ করেছেন গত বছরের (সেপ্টেম্বর, ২০২২) ৩ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসাকেও ছাড়িয়ে যাবে এবারের তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা।