দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: মাসের শেষে হঠাৎই স্বনির্ভর গোষ্ঠীর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে (Credited) লক্ষ লক্ষ টাকা। তবে, তার পরের দিনই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে হচ্ছে সেই টাকা! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বুধবার (৬ নভেম্বর) পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ৪নং বাঁকিবাঁধ অঞ্চলের সুন্দরা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ দেখান ওই অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেই সঙ্গে ৬০নং জাতীয় সড়কও অবরোধ করা হয়। এদিন দুপুর থেকে বিকেল অবধি দফায় দফায় বিক্ষোভ-অবরোধে উত্তাল হয়ে ওঠে এলাকা। ঘটনার খবর পেয়েই শালবনী থানার IC দেবাশীষ চক্রবর্তীর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন শালবনীর বিডিও রোমান মণ্ডলও। বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কয়েক দফায় আলোচনার পর বিকেল নাগাদ বিক্ষোভ-অবরোধ ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তার আগে পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনের দায়িত্বে আসা আধাসেনাও নামাতে হয় এদিন।

thebengalpost.net
বিক্ষোভ মহিলাদের:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):
thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, শালবনী ব্লকের সুন্দরায় অবস্থিত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (SBI) সৈয়দপুর শাখার বিরুদ্ধে তাঁদের হকের টাকা তুলে নেওয়ার অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাঁরা বলেন, গত মাসের শেষে বিভিন্ন গোষ্ঠীর সেভিংস অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ক্রেডিট হওয়ার পরের দিনই সেই টাকা কেটে নিয়েছে ব্যাঙ্ক। ‘সেলারি ক্রেডিট’ হিসেবে জমা পড়ার পরও, ব্যাংক কেন অন্যায় ভাবে তাঁদের হকের টাকা তুলে নেবে? এমনই অভিযোগ তুলে, বুধবার দুপুর নাগাদ ব্যাঙ্ক ম্যানেজারের কাছে ঘটনার সদুত্তর চেয়ে জমায়েত করেন স্বনির্ভর গোষ্ঠীর কয়েক হাজার মহিলা। ব্যাঙ্ক ম্যানেজারের কাছে কোন উত্তর না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মহিলারা। পরে IC ও BDO-র হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিকেল নাগাদ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিডিও রোমান মণ্ডল। তারপরই আন্দোলন প্রত্যাহার করে নেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন সন্ধ্যায় শালবনীর বিডিও রোমান মণ্ডল জানান, “প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর দু’টি করে অ্যাকাউন্ট। একটি সিসি (Cash Credit Ac/ ক্যাস ক্রেডিট) অ্যাকাউন্ট এবং অন্যটি সেভিংস অ্যাকাউন্ট। প্রতিটি গোষ্ঠীর জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ হয়, তা প্রথমে ঢোকে সিসি অ্যাকাউন্টে। এবার কোনও স্বনির্ভর গোষ্ঠী ওই পরিমাণ টাকা থেকে তাঁদের প্রয়োজন অনুযায়ী লোন নেয়। সেই লোনের টাকা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। ওই টাকার উপরই তাঁদের সুদ দিতে হয়। বাকি টাকা সিসি অ্যাকাউন্টে থেকে যায়, যে টাকার জন্য কোনও সুদ দিতে হয়না। RBI-র সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, সিসি অ্যাকাউন্টে থাকা লোনের অতিরিক্ত টাকা মাসের শেষে সেভিংস অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সুরক্ষার কথা ভেবেই। তবে, পরের দিনই অর্থাৎ নতুন মাসের শুরুতেই ওই টাকা ফের সিসি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এই বিষয়টাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বুঝতে না পেরে এদিন বিক্ষোভ দেখিয়েছেন।” পুরো বিষয়টি একটি মিটিং করে তাঁদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিডিও।

thebengalpost.net
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও আধাসেনা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):
thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):