Paschim Medinipur

Medinipur: পড়াশোনা কিংবা ছবি আঁকা সবেতেই পারদর্শী ডেবরার অর্পিত; তার ইচ্ছেতেই জঙ্গলমহলের স্কুলে গিয়ে জন্মদিন পালন বাবা-মা’র

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: সাতে পা দিল অর্পিত। পড়াশোনায় অত্যন্ত মেধাবী। এই বয়সেই গড়গড় করে 100 থেকে 1 অবধি বা ১০০ থেকে ১ অবধি (ব্যাক ক্যালকুলেশন) বলে দিতে পারে। যা দেখে তাই এঁকে ফেলতে পারে নিমেষের মধ্যে! সেই অর্পিতেরই ইচ্ছে হয় তার এবারের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে পালন করুক বাবা-মা। বাড়িতে হইহুল্লোড় করে নয়, বরং তার বয়সী যে সমস্ত বন্ধুবান্ধব, দাদা-দিদিরা চাইলেই আনন্দে মেতে উঠতে পারেনা, ভালোমন্দ খেতে পারেনা সবসময়; তাদের সঙ্গেই জন্মদিন পালন করতে চেয়েছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছোট্ট অর্পিত। ডেবরার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী লালমোহন পাত্র এবং অপর্ণা পাত্র-ও নিজেদের একমাত্র সন্তানের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে খুঁজে বের করেছিলেন জঙ্গলমহলের প্রত্যন্ত বিনপুর-২নং (ঝাড়গ্রাম জেলার) এলাকায় অবস্থিত এক প্রাথমিক বিদ্যালয়। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করে। যাদের কাছে স্কুলের মিড-ডে মিলটাই হয়তো অমৃত স্বরূপ! সেই শিশু শিক্ষার্থীদের সঙ্গেই শুক্রবার (১৯ জুলাই) নিজের শিশুসন্তানের জন্মদিন পালন করলেন পেশায় ব্যবসায়ী তথা নেশায় সমাজকর্মী লালমোহন ও তাঁর সুযোগ্য সহধর্মিনী অপর্ণা।

জন্মদিন পালন:

পেট পুরে খাওয়া-দাওয়ার পর কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় উপহার। শিশুদের নিয়ে কেক কাটা ও ভুরিভোজের মধ্য দিয়ে নিজের ছেলে অর্পিতের সাত বছরের জন্মদিন পালন করেন ডেবরার ব্যাবসায়ী লালমোহন পাত্র। শুক্রবার উৎসবের চেহারা নেয় বিনপুরের ওই প্রাথমিক বিদ্যালয়। কেক কাটার পর ছিল ভুরিভোজের আয়োজন। পাতে ছিল আলু ভাজা, ভাত, ডাল, আলু পোস্ত, মাংস, চাটনি, পাপড় এবং মিষ্টি। সঙ্গে ছিল জন্মদিনের পায়েসও। খাওয়া-দাওয়ার পর শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। উপহার পেয়ে খুশিতে ডগমগ ফুলের মতো ছোট্ট শিশুরা! পাত্র দম্পতি বলেন, “আমরা অতিমারীর সময়ও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ছেলের এবারের জন্মদিনটাও হইহুল্লোড় করে, হাজার লোক খাইয়ে উদযাপন করার ইচ্ছে আমাদের ছিল না! আর, অর্পিতও চেয়েছিল কোনও এক স্কুলে গিয়ে অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে একসাথে আনন্দ করতে। তাই, অনেকের কাছে খোঁজখবর নিয়ে এই স্কুল খুঁজে বের করি আমরা। প্রত্যন্ত এই এলাকায় পৌঁছে একটা দিন ওদের সঙ্গে আনন্দে কাটালাম। এটাই তো জীবনের অন্যতম এক ‘স্মৃতি’ বা ‘উপহার’ হয়ে থাকল আমাদের কাছেও!” ভবিষ্যতেও যে কোনও আনন্দানুষ্ঠান এভাবেই পালন করার অঙ্গীকার করেছেন লালমোহন ও অপর্ণা।

ভুরিভোজ:

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

34 mins ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

6 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago