দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে আলু-পেঁয়াজ-আদা-রসুন সহ বিভিন্ন শাকসবজি পৌঁছে দিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগ ‘আনন্দধারা’। শনিবার থেকে শালবনী সহ বিভিন্ন ব্লকে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত এই স্টলের সূচনা হয়। শালবনী বিডিও অফিসের সামনে শনিবার দুপুরে এই স্টলের সূচনা করে বিডিও রোমান মণ্ডল জানান, “জেলাশাসকের নির্দেশে শনিবার থেকে শালবনীতে আনন্দধারা স্টলের সূচনা করা হয়েছে। আগামীদিনে এই স্টল স্থায়ীভাবে কোনও একটি জায়গায় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সৃজনী সংঘের অধীন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই স্টল পরিচালনা করবে।”

thebengalpost.net
আনন্দধারা স্টলে বিডিও রোমান মণ্ডল:

উল্লেখ্য যে, এদিন শালবনীর আনন্দধারা স্টল থেকে আলু প্রতি কেজি ২৯ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকাতে বিক্রি হয়েছে। তবে, স্টলটি একটু চালু হয়ে গেলে বা বিক্রি বাড়লেই আলু ও পেঁয়াজের দাম আরো কিছুটা কমবে বলে জানিয়েছেন বিডিও। যদিও, জেলার অন্যান্য কিছু স্টলে এদিন আলু ও পেঁয়াজ কিলো প্রতি বিক্রি হয়েছে যথাক্রমে ২৮ টাকা ও ৩৮ টাকাতে। এমনটাই জানা গেছে জেলা প্রশাসনের একটি সূত্রে।

thebengalpost.net
শালবনীতে: